জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

কীভাবে আসছে ব্যাট হাতে সাফল্য বাখ্যা করলেন গিল

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ব্যাট হাতে আগুনের ফর্ম অব্যাহত গুজরাতের তরুণ ওপেনার শুভমন গিলের। মাত্র চার রানের জন্য পঞ্জাব ম্যাচে মিস করলেন শতরান। তাতে কোনো আক্ষেপ নেই, বরং দলকে জেতাতে পেরে খুশি তিনি। এদিন ম্যাচ শেষে গিল বলেন,”একজন ওপেনার হিসাবে আমাকে শুরু থেকেই একটা ইনিংস খেলতে হবে। যাতে বিগ হিটারদের জন্য শেষের দিকে কাজটা অনেক সহজ হয়। যদিও নেটে প্রস্তুত করার সময় আমি এতকিছু ভাবিনি। বরং কেমন ভাবে ডট বল এড়ানো যায় তারই প্রস্তুতি সেরেছিলাম বেশী করে”।

শুভমন গিল আরও জানিয়েছেন , “আমি বলে হিট করি, আমার যতটুকু সমর্থ ততটুকুই শক্তি দিয়েই বলে হিট করি আমি। আমার শটগুলো হয়ত সেরকম লাগে না। তবে এই দুটো দিন সেরকমই ছিল, যেদিন আমি ঠিকঠাক শটও খেলতে পেরেছি এবং মাঠে গ্যাপও খুঁজে পেয়েছি। আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্কোরবোর্ডের গতি সবসময়ই যেন বাড়তে থাকে। এখানে সেই গ্যাপগুলো খুঁজে বার করতেই হত কারণ ব্রেবোর্ণ স্টেডিয়ামের আউটফিল্ড খুবি ফাস্ট”।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাট হাতে শুরু থেকেই দুর্ধর্ষ মেজাজে ছিলেন শুভমন গিল। ৫৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেছেন তিনি। আর তাতেই জয় পেয়েছে গুজরাত টাইটান্স। দ্বিতীয় ম্যাচেও শুভমন গিলের ব্যাট থেকে বড় রান দেখা গিয়েছে। এবারের আইপিএলের আগে থেকেই নিজের লক্ষ্য স্থির করে রেখেছিলেন তিনি। আর সেই পথ ধরেই এগিয়ে যেতে চান তিনি।

আরও পড়ুনঃরুদ্ধশ্বাস ম্যাচে জয় গুজরাতের