এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ
গুজরাটে যেমন পাঠ্যপুস্তকে গীতা অন্তর্ভুক্ত হয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গে জনগণের আশীর্বাদে রাষ্ট্রবাদী সরকার হলে এখানে স্কুলে পাঠ্যপুস্তকে গীতা অন্তর্ভুক্ত করা হবে। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোডে একটি বেসরকারি আবাসনে রক্তদান শিবির এবং জাতীয় পতাকা বিতরণ সহ গীতা বিতরণ কর্মসূচিতে যোগদানে অংশগ্রহণ করে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন খড়্গপুরের বিধায়ক হিরন চট্টোপাধ্যায়,ওন্দার বিধায়ক অমরনাথ শাখা সহ অন্যান্যরা।
এইদিন প্রথমে শহরের প্রাণকেন্দ্রে বীর স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান ও পুষ্প অর্পণ করার, পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক প্রসঙ্গ নিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি গরু পাচার প্রসঙ্গ নিয়ে বীরভূমের জেলা সভাপতি তথা দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে এক হাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু।