জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

গৃহস্থের বাড়ির ধানের গোলায় গোখরো সাপ উদ্ধার, চাঞ্চল্য

এনএফবি, জলপাইগুড়িঃ

সাতসকালে গৃহস্থের বাড়ির ধানের গোলায় বিশালাকার বিষধর গোখরো সাপের দেখা মিলল । ধানের গোলার ভিতরে ঢুকে দুটো মুরগিকে মেরে গোটা আটেক ডিম খেয়ে গোলার মধ্যেই প্লাস্টিকের ভেতরে সারারাত লুকিয়ে রইল এক স্পেকটিকাল গোখরো সাপ।

বৃহস্পতিবার সকালে খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে । তিনি ছুটে যান জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় গোমস্তপারা এলাকার গৃহেস্থের বাড়িতে। সেখানে পৌঁছে ধানের গোলার মধ্যে ঢুকে দেখতে পান প্রায় ২০ টির মতো মুরগির ডিম এবং দুটি মুরগি মৃত অবস্থায় পড়ে রয়েছে । বাড়ির মালিক মোহাম্মদ সোনাউল হক জানান, ধানের গোলার ভিতরে ঢুকে মুরগির ডিম খেতে গেলে মা মুরগির সাথে সাপের লড়াইয়ে মুরগি দুটি সেখানেই প্রাণ হারায়। গোটা ৭-৮ টি ডিমও খেয়ে ফেলে এই স্পেকটিকাল গোখরো । আজ সকালে দুর্গন্ধ ছড়ানোর পরেই বিষয়টি নজরে আসে বাড়ির মালিকের। তারপরই পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে খবর দিলে উনি এসে সাপটিকে নিয়ে পার্শ্ববর্তী জলাশয়ে ছেড়ে দেন। সকাল সকাল ছুটে এসে সাপটাকে উদ্ধার করায় মোহাম্মদ সোনাউল হক অবশ্য ধন্যবাদ জ্ঞাপন করেন পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে।

এদিকে সাপ দেখতে ভিড় জমান এলাকার বহু মানুষ। পরিবেশ প্রেমী বিশ্বজিৎ বাবু আবশ্য সাপ সম্পর্কে বাসিন্দাদের সচেতনও করেন।

পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী