এনএফবি, আলিপুরদুয়ারঃ
নিজেরই নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তবু মানবিকতার উষ্ণতায় উজ্জ্বল ঝাল মুড়িওয়ালা গোপাল গোস্বামী। সংসারের খরচ বাঁচিয়ে প্রতি বছরই শীতে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে শীতবস্ত্র নিয়ে হাজির হন গোপাল। দীর্ঘ ১৫ বছর ধরে লাগাতার এই কাজ করে চলছেন তিনি। অথচ উত্তরবঙ্গের কনকনে ঠান্ডায় তাঁর পরনে একটি স্যান্ডো গেঞ্জি, হাফ প্যান্ট।
আলিপুরদুয়ার শহরের প্রাণকেন্দ্র চৌপাথিতে প্রতিদিনই দেখা যাবে ঠেলাগাড়িতে ঝালমুড়ি ও মিশালি বিক্রি করছে গোপাল। তাঁর এই যত সামান্য উপার্জনেই চলে ছয় জন সদস্যের সংসার। সংসার খরচের কিছুটা অংশ সারা বছর ধরে জমিয়ে রাখেন তিনি। আর তা দিয়েই দুঃস্থদের জন্য কিনে আনেন শীতবস্ত্র। ঝাল মুড়ি বিক্রির ফাঁকেই যোগাযোগ সেরে নেন শহরের দুঃস্থ মানুষগুলির সঙ্গে। তাদের হাতে ধরিয়ে দেন একটি টোকেন। নির্দিষ্ট দিনে যেখানে তিনি ঝালমুড়ি বিক্রি করেন ঠিক সেইখানেই আয়োজন করেন বস্ত্রদান শিবিরের।
এই বছর বুধবার সেই বস্ত্রদান শিবিরে মাধ্যমে শীতবস্ত্র, মশারি, মোজা, কম্বল তুলে দিলেন দরিদ্র মানুষ গুলির হাতে। গোপালের কাছে শীতবস্ত্র পেয়ে স্বভাবতই খুশি এই দুঃস্থ মানুষগুলি।