হরিনাভিতে স্টার ব্যাডমিন্টন একাডেমি উদ্বোধনে গোপীচাঁদ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

কলকাতায় এলেন পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল গড়ার কারিগর পুলেল্লা গোপীচাঁদ। থমাস কাপ জিতে ভারতীপ ব্যাডমিন্টন দল ইতিহাস গড়েছে। গোপীচাঁদ জানালেন,” ভারতীয় ব্যাডমিন্টনের জন্য থমাস কাপ জয় একটা বড়ো মাইলস্ট্রোন। তবে ভারতীয় ব্যাডমিন্টনকে আরও এগিয়ে যেতে হবে। ভারত আরও সাফল্য পাবে আমার বিশ্বাস।” পিভি সিন্ধু মালয়েসিয়া ওপেনে ভালো ফলাফল না করলেও সিন্ধুর গুরু তার ফর্ম নিয়ে চিন্তিত নন। এদিন তিনি বলেন,” সিন্ধু অভিজ্ঞ প্লেয়ার। একটু খারাপ সময় যাচ্ছে কিন্তু আমি মনে কড়ি ও ঠিক ঘুরে দাঁড়াবে।” পুরুষ সিঙ্গেলস আর পুরুষ ডাবলস এ আত্মবিশ্বাসী গোপীচাঁদ জানালেন,” পুরুষদের ব্যাডমিন্টন বিভাগে ভারত কয়েক বছরে ভারত বেশ সফল হয়েছে এটা ভালো বিষয়। আমি আশাবাদী ভারত সাফল্য পাবে ব্যাডমিন্টনে এবং পুরুষদের দুটো বিভাগেই ভারত সোনা পাবে।”

নিজস্ব চিত্র

তার মেয়ে এখন ব্যাডমিন্টন খেলছে গোপীর বক্তব্য,”আমি চাই না ওর উপর চাপ সৃষ্টি করা হোক ওকে ওর খেলা খেলতে দেওয়া হোক।” পূর্ব ভারতের সবথেকে বড় টেনিস একাডেমি হলো সুভাষগ্রামের হরিনাভিতে। এই একাডেমির সফলতা নিয়ে আশাবাদী গোপীচাঁদ জানাচ্ছেন,” আশা করছি সারা দেশে এই একাডেমি একটা দৃষ্টান্ত স্থাপন করবে, আমি সবরকম ভাবে সাহায্য করতে প্রস্তুত।” এদিন এই একাডেমি উদ্বোধনে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন অরূপের সঙ্গে ব্যাডমিন্টনও খেললেন গোপীচাঁদ।

পশ্চিমবঙ্গের ব‍্যাডমিন্টন জগতে এতদিন যা হয়নি এবার সেটাই করে দেখালেন ক্রীড়া প্রশাসক শেখর বিশ্বাস। দক্ষিণ ২৪ পরগনা জেলার হরিনাভিতে প্রমাণ সাইজের ব‍্যাডমিন্টন একাডেমি গড়ে তুললেন শেখর বিশ্বাস। প্রায় ১৯ হাজার স্কোয়ার ফিটের জায়গায় তৈরি হয়েছে ঝকঝকে ‘স্টার ব‍্যাডমিন্টন একাডেমি’।
যার খরচ আনুমানিক ১০ কোটি টাকা। মূলত শেখরবাবু ও তাঁর ছেলে অভিক বিশ্বাসের নতুন সংস্থা এ.কে স্পোর্টস অ‍্যান্ড ইভেন্ট ম‍্যানেজমেন্ট এই একাডেমি গড়ে তুলেছে।

নিজস্ব চিত্র

রয়েছে ৬ টি কোর্ট। ৬০ জন শিক্ষার্থীর থাকা-খাওয়ার ব‍্যবস্থা। আরও ভাল খবর হল,এই একাডেমির সঙ্গে ৫ বছরের জন‍্য চুক্তি করেছেন পুলেল্লা গোপীচাঁদ। গোপীচাঁদের নেতৃত্বেই পুরো কোচিং করানো হবে। তিনি মাঝে মধ‍্যে আসবেন। কলকাতা থেকে চারজন কোচকে হায়দ্রাবাদে নিয়ে গিয়ে নিজের একাডেমিতে ট্রেনিং করানো হবে। পরে সেই কোচ স্টার ব‍্যাডমিন্টন একাডেমিতে এসে কোচিং করাবেন।