জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

রাজ্য ব্যাডমিন্টন একাডেমি উদ্বোধনে গোপীচাঁদ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

২০১৩ সালের পরে ইনডোর ব্যাডমিন্টন খেলার উৎসাহ বাড়েনি। সাইনা নেহওয়াল, পিভি সিন্ধুদের পরে জোয়ার আসে ব্যাডমিন্টনের। ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন আসোসিয়েশনের তরফ থেকে একাডেমি গড়া হচ্ছে এই পরিকাঠামো পূর্ব ভারত তো দূরের কথা সারা ভারতে নেই। হরিনাবিতে হবে এই একাডেমি। যেখানে ৬০ জন থাকতে পারবে। জিম, সুইমিং পুল থাকছে। এই আকাডেমি শুরু হওয়ার আগে পুরেল্লা গোপীচাঁদ কলকাতায় এসে পাঁচ বছর এই একাডেমির সঙ্গে যুক্ত হন। গোপিচাঁদের কোচিং টিম গাইড করবে। শুধু তাই নয় গোপীচাঁদ নিজের একাডেমিতে পূর্ব ভারতের ছেলেদের আর নেবে না সবাই কলকাতার একাডেমিতে ট্রেনিং নেবে। আগামী শনিবার এর উদ্বোধনে আসবেন গোপীচাঁদ এবং থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এই উপলক্ষে এদিন কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন সচিব শেখর বিশ্বাস, উষানাথ বন্দ্যোপাধ্যায় বাংলা ব্যাডমিন্টনের আডভাইজারি কমিটির চেয়ারম্যান। প্রধান উদ্যোগতা শেখর বিশ্বাস জানান,” আমি চাইছিলাম আমাদের বাংলার ব্যাডমিন্টন উন্নত হোক। এটা আমার স্বপ্ন ছিল। অনেক প্লেয়ারকে খেলতে বাইরেও পাঠিয়েছি। এই একাডেমি তৈরী করতে অনেক অর্থ খরচ হয়েছে। কিন্তু আমাদের উদ্যোগ তখন সফল হবে যখন বাংলা থেকে মেডেল আসবে ব্যাডমিন্টনে। যে কোচেরা যাচ্ছে তারা প্রত্যেকেই প্রতিভাবান। আমরা গর্বিত যে গোপীচাঁদ আমাদের সঙ্গে যুক্ত হলেন। ভারতের থমাস কাপের সাফল্যতে উনার অবদান কেউ অস্বীকার করতে পারবে না।” শুধু তাই নয় একাডেমি উদ্বোধনের পরের দিন থেকেই আগামী ৩,৪,৫ জুলাই রাজ্য ব্যাডমিন্টন র‌্যাঙ্কিং ডাবলস টুর্নামেন্ট।