জুলাই 8, 2024
Latest:
রাজ্যলেটেস্ট

রণং দেহি রাজ্যপাল, অসৌজন্যমূলক পাল্টা প্রতিক্রিয়া স্পিকারের

এনএফবি, কলকাতাঃ

বিধানসভা চত্ত্বরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে উদ্দেশ্য করে একের পর তোপ দাগলেন রাজ্যপাল।
জাতীয় ভোটদাতা দিবস ও বি আর আম্বেদকরকে স্মরণে আজ বিধানসভায় আসেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
এ দিন আম্বেদকরের মূর্তিতে মাল্যদানের পর সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে রণং দেহি মূর্তিতে দেখা গেল। রাজ্যপালের এই ভূমিকায় স্তম্ভিত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের এই আচরণকে অসৌজন্যমূলক পাল্টা প্রতিক্রিয়ায় জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ সপ্তাহান্তে ফিরবে শীত, আজও বৃষ্টির সম্ভাবনা

এ দিন শুরুতে উপস্থিত সাংবাদিকদের সম্মুখে প্রথমে মেজাজ হারিয়ে ফিরে যাচ্ছিলেন ধনখড়। পরে নিজেকে সংবরন করে বক্তব্য শুরু করেন। এ দিন রাজ্যপাল বলেন,”পশ্চিমবঙ্গে অবস্থা অত্যন্ত ভয়ংকর। বিপদের মুখে বাংলার গণতন্ত্র। বাংলায় ভোটদাতাদের কোনও স্বাধীনতা নেই।”

একইসঙ্গে নিজে পদের উল্লেখ করে সাড়ম্বরে বলেন, ” সংবিধান ভুলে গিয়েছে রাজ্য সরকার। সংবিধান অনুযায়ী রাজ্যপাল সাংবিধানিক প্রধান। তা ভুলে গিয়েছে রাজ্য এবং সরকারি আধিকারিকরা। আমি রাজ্যপাল হিসাবে কোনও কিছু জানতে চাইলে উত্তরই পাই না।”