জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

বন্ধ আইসিডিএস সেন্টারে গোখরোর সংসার, উৎখাত করতে গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে তলব

এনএফবি, জলপাইগুড়িঃ

ডেঙ্গুয়াঝাড় চা বাগানের জগপুর মাঝ লাইনের আইসিডিএস সেন্টারে শিশুদের হাত ধোয়ার বেসিন থেকে রান্না ঘরের ভেতর দিয়ে একটি পাইপ বেরিয়ে গেছে বাইরে।রান্না ঘরের মাটির উনুনের পাশেই ভাঙ্গা সেই পাইপ।পাইপের বাইরে মুখ দিয়ে ভেতরে ঢুকে বসতি গড়ে তুলেছেন একটি পূর্ণ বয়স্ক গোখরো সাপ।কখনো উনুনের পাশের ভাঙা দিয়ে মাথা বের করে দেখে নেয় রান্না ঘরের হালহকিকত। কখনো বেসিনের পরিস্থিতি দেখে,লেজ বের করে পাইপের মধ্যে বসে থাকে গোখরো সাপটি । এদিকে আইসিডিএস সেন্টারের শিশুদের নিরাপত্তার কথা ভেবে, দিদিমণিরা আইসিডিএস সেন্টারের নিজস্ব বিল্ডিং বন্ধ করে,পাশের বাড়িতে রান্নার কাজ চালাচ্ছেন। সেই বাড়ি থেকেই প্রতিদিন শিশুদের ও গর্ভবতী মায়েদের খাবার দেওয়া হচ্ছে ।

নিজস্ব চিত্র

আজ আইসিডিএস সেন্টারের পক্ষ থেকে খবর দেওয়া হয় গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সাপ উদ্ধারকারী দলের সদস্যদের। খবর পেয়ে, গ্রীন জলপাইগুড়ি টিমের সম্পাদক অঙ্কুর দাস ও সহ সভাপতি অমৃত ঘোষ ছুটে যায় এলাকায়। দীর্ঘ চেষ্টা ব্যর্থ হয়ে গেলে, মাতৃত্বকালীন ছুটিতে থাকা সেন্টারের দিদিমণিকে টেলিফোনে কথা বলে, অনুমতি নিয়ে,পাইপ খুলে,গোখরো সাপটিকে ব্যাগ বন্দী করেন গ্রীন জলপাইগুড়ি-র সম্পাদক অঙ্কুর দাস। স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায় এলাকাবাসীকে।

এই প্রসঙ্গে চা শ্রমিক বলেন,এই সাপটা মাঝেমধ্যেই জ্বালাতন করতো। সেন্টারের রান্না পাশের বাড়িতে করাতে হচ্ছে। আগামী কাল থেকে আবার সেন্টার খোলা যাবে। গ্রীন জলপাইগুড়ি কে ধন্যবাদ।

YouTube player

গ্রীন জলপাইগুড়ির সম্পাদক অঙ্কুর দাস জানান,আইসিডিএস সেন্টারের পক্ষ থেকে আমাদের কে খবর দেওয়া হলে,আমরা সঙ্গে সঙ্গে ছুটে আসি। প্রথমে আমরা চেষ্টা করি,পাইপ না খুলেই,সাপটাকে উদ্ধার করতে। কিন্তু আমরা ব্যর্থ হই। অবশেষে টেলিফোনে সেন্টারের দিদিমনির সাথে কথা বলে, পাইপ খুলে সাপটাকে উদ্ধার করি। এটি একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ। এই সেন্টারে যেহেতু প্রচুর পরিমাণে শিশুরা এবং গর্ভবতী মায়েরা আসেন, সেই ক্ষেত্রে এই সাপটি যদি বেরিয়ে আসতো বা যেভাবে বেড়িয়ে আসে,তাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো।এই মুহূর্তে সেন্টারটি বিপদ মুক্ত। আগামী কাল থেকে আবারো এখানে পঠনপাঠন থেকে রান্না,সব কিছুই করতে পারবেন।