এনএফবি, দার্জিলিংঃ
মঙ্গলবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছালেন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা। এদিন ১টা ৩৫ নাগাদ বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে, ” সংবাদ মাধ্যমে শিলিগুড়ির নতুন মেয়রকে নিবেদন করছি দ্রুত ম্যালেরিয়া এবং ডেঙ্গু বাড়ছে। এইটা প্রত্যেক বছর বৃষ্টির সময় হয় এই বছরও দ্রুত হচ্ছে। তাই এইটা নিয়ে এসএমসির উচিত ব্যবস্থা নেওয়া দরকার। কেন্দ্র সরকার বা বিধায়ক, সাংসদের পক্ষ থেকে যদি কোন দরকার হয় তাহলে আমরা অবশ্যই করবো।”
জিটিএ কোন নির্বাচন নয় জিটিএ হাতে গোনা বাংলাপন্থি নেতা আছে বা কনট্যাক্ট আছে তাদের জন্য টেন্ডারের একটা প্রসেস, বলে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এই বিজেপি সাংসদ।
জিটিএ প্রসঙ্গে সাংসদ বলেন,” জিটিএ অসাংবিধানিক একটা বডি। না এর আছে কোন পাওয়ার আছে না কোন কানুন বানাতে পারে। আর এইটা গোর্খা বিরোধী।” পাশাপাশি তিনি পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন কেন ঘোষণা হচ্ছেনা সেই বিষয়েও সরব হন।