জুলাই 5, 2024
Latest:
জেলাফিচার

অভিনব পদ্ধতিতে বিদ্যালয়ে গুরু পূর্ণিমা উদযাপন

এনএফবি,মুর্শিদাবাদঃ

গুরু পূর্ণিমা উপলক্ষে এক অভিনব উদ্যোগ লক্ষ্য করা গেলো বেলডাঙ্গার এক প্রাথমিক বিদ্যালয়ে ৷ এদিন বিদ্যালয়ে সন্তানরা একে একে জল দিয়ে নিজেদের মায়েদের পা ধুয়ে, পায়ে পুষ্প নিবেদন করে প্রণাম করে মায়েদের মিষ্টি মুখ করায় । মায়েরা সন্তানদের আশীর্বাদ করেন।

যতই আধুনিক হইনা কেন মা বাবার পা ছুঁয়ে প্রণাম করে সেই হাত মাথায় ঠেকালে অসম্ভব শান্তি মেলে। আজ গুরু পূর্ণিমার শুভদিনে বেলডাঙ্গা চক্রের ৩০নং আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে রাজ্যে প্রথম এক স্মরণীয় কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন বেলা ১-৩০মিনিটে স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্তের উদ্যোগে, শিক্ষার্থীদের মায়েরা স্কুল প্রাঙ্গনে সারিবদ্ধ হয়ে বসে ছিলেন, আর তাদের সন্তানরা একে একে জল দিয়ে তার নিজেদের মায়ের পা ধুয়ে, পায়ে পুষ্প নিবেদন করে, প্রণাম করে মিষ্টি মুখ করায় । মায়েরা সন্তানদের আশীর্বাদ করেন । ছাত্রছাত্রীরা প্রতিজ্ঞবদ্ধ হয় ভবিষ্যতে মা বাবাকে দেখা শোনার দায়িত্ব নেবে এবং তাদের কথা শুনবে। তাদেরকে সংসারের বোঝা ভাববে না।

নিজস্ব চিত্র

বন্ধ হোক সকল বৃদ্ধাশ্রম, পুঁথিগত বিদ্যার সাথে মানবিকবোধ, নৈতিকতা বোধ, দায়িত্বশীল নাগরিক, সমাজিকবোধ জাগ্রত করাই হল মূল উদ্দেশ্য। মা জন্মদায়িনী। এ জগতে অন্ধকার দূর করে জীবনে প্রথম আলোর পথ দেখান মা তাই তিনিই হলেন প্রথম গুরু। তাই গুরুকে শ্রদ্ধাজ্ঞাপনও করা হয়। তা হল- ‘গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বর/ গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ’। অর্থাৎ জীবনে গুরুই হলেন ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর। তিনিই আমাদের সৃষ্টি-স্থিতি-লয়ের জ্ঞান বা পরম ব্রহ্মজ্ঞান দান করেন। সেই গুরুর উদ্দেশ্যে প্রণাম জানাই। বৃদ্ধাশ্রম, ও মা বাবার প্রতি অন্যায় বন্ধ করতে স্কুলের শিক্ষকগণের এই ক্ষুদ্র প্রচেষ্টায় গুরু পূর্ণিমা উদযাপন ঘিরে খুশি অভিভাবক মহল ।