জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

ডার্বিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন হাবাস

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

কেরালা ব্লাস্টার্সকে হারানোর পরে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে এটিকে মোহনবাগান শিবির। তবে তাদের স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস সতর্ক। গত ম্যাচের দ্বিতীয়ার্ধের গা ছাড়া ভাব তাঁকে খুশি করতে পারেনি। এবার ডার্বির মতো গুরুত্বপূর্ণ ও কঠিন ম্যাচে দলের ছেলেদের সাবধান করে দিয়েছেন, গত ম্যাচের ভুল যেন আর এই ম্যাচে না হয়। অনেকে তাঁর দলকে এই ম্যাচে এগিয়ে রাখতে চাইলেও হাবাস কিন্তু মোটেই তা বলছেন না। তিনি চান, তাঁর দলের ছেলেরা পুরো ৯০ মিনিট সমান তীব্রতা-সহ খেলুক। হাবাস ম্যাচের আগে জানান, “এই পরিবেশ-পরিস্থিতিতে প্রস্তুতি ম্যাচ খেলার প্রয়োজনীয়তা বোধ করিনি আমি। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলাটা বরং বেশি কার্যকরী। এতে আমার কোনও সমস্যা হয়নি। গত বারেও আমরা কোনও প্রস্তুতি ম্যাচ খেলিনি। পেশাদাররা কখনও একই ভুল প্রতি মরশুমে করে না। সে জন্যই এই সিদ্ধান্ত নিই। এসসি ইস্টবেঙ্গল এবার একেবারে নতুন দল গড়েছে, নতুন কোচ নিয়েছে। এই অবস্থায় থিতু হতে অন্তত এক বছর লেগে যায়। কিন্তু ভারতে সব কিছু খুব দ্রুত তৈরি করে নিতে হয়। এখানে চূড়ান্ত ফলকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই এখানে কেউ এগিয়ে আছে, এ কথা বলা যাবে না। কেন কেউ এগিয়ে থাকবে? আমাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচটা অন্য শহরে হচ্ছে, কোনও সমর্থক থাকবে না। দুই পক্ষের কাছেই এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ।“