এনএফবি, মুর্শিদাবাদঃ
এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হল বেলডাঙ্গায়। বৃহস্পতিবার ভর সন্ধ্যেবেলা বেলডাঙ্গা থানার দলুয়া গ্রামে ঔষুধ কিনে বাড়ি ফেরার পথে ৫৫ বছর বয়সি এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। মৃত ব্যক্তির নাম লাল্টু শেখ। ঘটনাস্থলে মৃত্যু হয় লাল্টুর।
বেলডাঙা থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। তবে কি কারণে এই খুন তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ।