জুলাই 1, 2024
Latest:
ক্রীড়া

পাকিস্তান ম্যাচে হাফ সেঞ্চুরি করলেই বিরাট সমালোচকদের মুখ বন্ধ হবে :শাস্ত্রী

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

ফের বিরাট কোহলির ফর্ম নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। এবার দাঁড়ালেন কোহলির পাশে। এদিন শাস্ত্রী জানালেন,বিরাট কোহলির সঙ্গে আমার অনেকদিন কথা হয়নি, কিন্তু সঠিক সময়েই যে তিনি জেগে উঠতে পারবেন এই বিশ্বাস আমার রয়েছে। তিনি যদি পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান পেতে পারেন তবে সমালোচকদের মুখ বন্ধ হয়ে যাবে। একটা ভাল ইনিংসই সমস্ত পার্থক্য গড়ে দিতে পারে। তাঁর রান করার যে খিদে রয়েছে তা একটি ইনিংসে ভাল পারফরম্যান্সই করে দিতে পারে। অতীতে কী হয়ে ছে তা ইতিহাস। মনে রাখতে হবে মানুষের স্মৃতিশক্তি সবকিছু মনে রাখে না”।

রবি শাস্ত্রী আরও জানিয়েছেন, “ভারতীয় দলের কোনও ক্রিকেটারই বিরাট কোহলির মতো ফিট নন। ,বিরাট একজন রান মেশিন। আর বিরাট কোহলি যদি একবার সেদিকে নিজের লক্ষ্য স্থির করে ফেলেন, তবে মাত্র এক ইনিংসেই সবটা বদলে যেতে পারে”।
প্রায় ১০০০ দিন হয়ে গেল বিরাট কোহলির ব্যাটে কোনও সেঞ্চুরী নেই। ২০১৯ সালের নভেম্বরে শেষবার বড়রান পেয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সম্প্রতি তাঁর ব্যাটে রান নেই। আর বিরাট কোহলিকে নিয়ে ক্রমশই সমালোচনার সুর চড়তে শুরু করেছে। শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। টেস্ট থেকে একদিন, টি টোয়েন্টি সব ফর্ম্যাটেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। টি টোয়েন্টিতে মাত্র ১৬ এ ১৭ রান করতে পেরেছিলেন বিরাট কোহলি। শুধু তাই নয় টেস্ট দুই ইনিংস মিলিয়ে বিরাট কোহলির ব্যাটে রান এসেছিল মাত্র ৩১ রান।
আগামী ২৭ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। সেখানেই ২৮ অগস্ট এশিয়া কাপের মঞ্চে সবচেয়ে বড় লড়াই মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান বড় কোনও অঘটন না ঘটলে সুপার ফোরে ফের ভারত-পাক ম্যাচ ৪ সেপ্টেম্বর, রবিবার দুবাইয়ে। ঘোষিত ক্রীড়াসূচিতে বলা আছে সুপার ফোরে গ্রুপ এ-র চ্যাম্পিয়ন ও রানার্স দল ৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে। কোয়ালিফায়ার দেশকে টপকে ভারত, পাকিস্তানই যে গ্রুপ এ-থেকে সুপার ফোরে উঠবে তেমনটাই কার্যত নিশ্চিত।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান এর আগে মোট ১৪ বার মুখোমুখি হয়েছে। ভারত তার মধ্যে জিতেছে ৮বার, পাকিস্তান জিতেছে ৫ বার। গতবারের এশিয়া কাপও জিতেছে টিম ইন্ডিয়া। ২০২০ সালের সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল এশিয়া কাপ। কিন্তু করোনার কারণে সেই টুর্নামেন্ট দু বছর পিছিয়েছে। তার ওপর আবার শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কট ও রাজনৈতিক অচলাবস্থার কারণে এবারের এশিয়া কাপের আয়োজক বদলে হচ্ছে সংযুক্ত আরবআমিরশাহিতে। ফাইনাল ১১ সেপ্টেম্বর, দুবাইয়ে।