অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
আইপিএল শুরু হওয়ার আগে চিন্তা বেড়ে গেল কলকাতা নাইট রাইডার্স সহ বাকি ফ্রাঞ্চাইজিদের। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স,ডেভিড ওয়ার্নার এবং ম্যাক্সওয়েলদের মতো ক্রিকেটাররা যে ফ্র্যাঞ্চাইজিতে রয়েছে, তাদেরই চিন্তা একটু বেড়েছে। নতুন নিয়মে ৬ এপ্রিলের আগে কোনও অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আইপিএলে যোগ দেওয়ার অনুমতি দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। আর তা দেখেই রীতিমত চমকে গিয়েছেন সকলে।
আগামী ২৬ মার্চ শুরু হতে চলছে আইপিএল। করোনার জন্য আইপিএল এবার মুম্বই ও পুনেতে হচ্ছে।বেশীরভাগ দলেই রয়েছেন অজি তারকারা। তাদের মেগা নিলাম থেকে বড় দামেও তুলেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। কিন্তু সেই ক্রিকেটারদের আইপিএলের শুরু থেকেই পাবে না তারা। আর এতে চিন্তা বাড়াটাই স্বাভাবিক। শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। আর এই সমস্যার সমাধানের জন্য বিসিসিআইয়েরই শরণাপন্ন হয়েছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। এবারের আইপিএলে সবচেয়ে বেশি নজর রয়েছে ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, টিম পেইন এবং জশ হেজেলউডদের দিকে। যারা আবার পাকিস্তানের বিরুদ্ধে সিরিজেও নেই। তা দেখে খানিকটা হলেও স্বস্তি পেয়েছিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস হয়ত একটু বেশিই স্বস্তি পেয়েছিল। কিন্তু সেখানেও বাধ সেধেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়ম। বিয়ের জন্য আগেই নাম সরিয়ে নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া এক অদ্ভুত নিয়ম চাপিয়ে দিয়েছে তাঁদের ওপর। পাকিস্তন সিরিজ না খেললেও, ৬ এপ্রিলের আগে ওয়ার্নাররা আইপিএলের মঞ্চে যোগ দিতে পারবেন না।সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়ার এই নিয়মের কথা জানার পর থেকেই চিন্তা বেড়েছে আইপএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর। ৬ এপ্রিলের পরে আসবে মানে, প্রথম তিন থেকে চারটি ম্যাচ এমনিতেই খেলতে পারবেন না তাঁরা। সেইসঙ্গে রয়েছে ৬ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন। অর্থাৎ প্রথম পাঁচটি ম্যাচে দলের সেরা তারকাদের না পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ ঋদ্ধিকে দেওয়া হুমকি চিঠি প্রসঙ্গে সৌরভের হস্তক্ষেপ চেয়ে টুইট শাস্ত্রীর
দিল্লিতে যেমন ডেভিড ওয়ার্নার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, তেমনই কলকাতার প্যাট কামিন্সও। এমন পরিস্থিতিতে প্রথম চার থেকে পাঁচ ম্যাচেই যদি তাদের না পাওয়া যায়, তাতে চিন্তা যে বাড়বে তা বলাই বাহুল্য। শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি এই সমস্যা সমাধানের জন্য বোর্ডের কাছে আবেদন করেছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
এবারের আইপিএলে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাঃ
প্যাট কামিন্স – নাইট রাইডার্স(৭.২৫ কোটি)
মিচেল মার্শ – দিল্লি ক্যাপিটালস (৬.৫০কোটি)
ডেভিড ওয়ার্নার – দিল্লি ক্যাপিটালস ( ৬.২৫ কোটি)
ড্যানিয়েল স্যামস – মুম্বই ইন্ডিয়ান্স ( ২.৬ কোটি)
ম্যাথু ওয়েড – গুজরাট লায়ন্স (২.৪ কোটি)
সিন অ্যাবট – সানরাইজার্স হায়দ্রাবাদ (২.৪ কোটি)
ন্যাথান কুল্টালনাইল – রাজস্থান রয়্যালস (২ কোটি)