জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

হনুমানের তাণ্ডবে ঘায়েল একাধিক গবাদিপশু, আতঙ্কিত এলাবাসী

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

হনুমানের আতঙ্কে আতঙ্কিত গ্রামের মানুষ ৷ ঘায়েল হয়েছে একাধিক গবাদিপশু ৷ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে শিশুরা ৷ গত কয়েক দিনে হনুমানের কামড়ে ঘায়েল হয়েছে প্রায় শতাধিক গবাদি পশু ৷ ইতিমধ্য মৃত্যু হয়েছে ১ টি গবাদিপশুর বলেও গ্রামবাসীরা দাবি করছেন।
এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের খামারবেড়িয়া, হিরোধরপুর নির্ভয়পুর সহ একাধিক গ্রামে ৷

গ্রামবাসী অলোক ঘোষ,বিকাশ দাস সহ এলাকাবাসীদের দাবি, পাঁচটি হনুমানের একটি দল বেশ কয়েকদিন ধরেই দাপিয়ে বেড়াচ্ছে বেশ কয়েকটি গ্রামে। ইতিমধ্যে হনুমানের কামড়ে ঘায়েল হয়েছে গ্রামের প্রায় একাধিক গরু। গ্রামবাসীদের অভিযোগ একাধিকবার বনদপ্তরে ও ব্লক প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু কেউ গ্রামে এসে হনুমান গুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে না ৷ তারা চাইছেন দ্রুত প্রশাসন তৎপর হোক।

এই বিষয়ে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দোলোই বলেন, “আমরা বনদফতরে বিষয়টি জানিয়েছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ।”

আহত গবাদি পশু ৷ নিজস্ব চিত্র
আহত গবাদি পশু ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বকেয়া টাকা না পাওয়ায় ঠিকাদারের চোখে লঙ্কা গুড়ো দিয়ে ভোজালির কোপ, চাঞ্চল্য – NF Bangla Private Limited (newsfrontbangla.com)