জুলাই 6, 2024
Latest:
ফিচাররাজ্য

অনুব্রত গ্রেফতারে রাজ্য বিজেপিতে খুশির হাওয়া, টুইট করে খোঁচা বাবুলের

এনএফবি, ওয়েব ডেস্কঃ

গরু পাচার কান্ডে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে সিবিআইয়ের গ্রেফতারের ঘটনায় আজ উত্তাল রাজ্য -রাজনীতি ৷ সকাল থেকেই বিরোধী শিবির সহ সাধারণ মানুষেরা এই গ্রেফতার ঘিরে রীতিমতো উৎসব উদযাপন করতে শুরু করে দিয়েছে ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে কোথাও নকুলদানা বিতরণ করে আবার কোথাও ঢ্যাঁড়া পিটিয়ে খুশির মুহুর্তকে উপভোগ করার চিত্র চোখে পড়েছে ৷

এদিন অনুব্রত মন্ডলের গ্রেফতারিতে বিরোধী দল বিজেপির নেতা -নেত্রীদের ও বিভিন্ন কর্মকান্ড লক্ষ্য করা গেছে ৷ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল কে আনন্দের সঙ্গে ঢাক বাজাতে দেখা গেছে ৷ আর তা দেখেই সদ্য নিযুক্ত তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় কটাক্ষ করতে ছাড়লেন না।

আজ তিনি টুইট করে জানিয়েছেন, ওয়াশিং মেশিন পার্টি বিজেপির নেত্রীকে বেতালে ঢাক বাজাতে দেখেছেন , তালে বাজালেতো তাদের পার্টির বড় বড় নেতাকে জেলে যেতে হবে ৷ তাই চেষ্টা করেও তাল মিলল না ৷ নিজের দলের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে তিনি আরও জানান , যারা অন্যায় করেছে তৃণমূল দল তাঁদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে ৷ কিন্তু বিজেপির চিহ্নিত দাগি নেতাদের বিরুদ্ধে ইডি ,সিবিআই কেন কোন পদক্ষেপ নিচ্ছেনা ?এতে কেন্দ্রীয় সংস্থার প্রতি বিশ্বাসযোগ্যতাই শুধু কমছে তাই নয় , একটি বিপজ্জনক ধারণাও তৈরি হচ্ছে সমাজে , যে যদি কেউ দাগি হয় বিজেপিতে চলেগেলেই সাত খুন মাপ ৷