এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ
গৌড় লিংক ট্রেনের বালুরঘাট থেকে যাতায়তের সময় সূচী নিয়ে ক্ষুদ্ধ জেলার যাত্রীদের পাশাপাশি জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের নেতা সুভাষ চাকির অভিযোগ, ২০০৪ সালে জেলায় রেল যাত্রার সময় রেল দফতর প্রথমে বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত গৌড় এক্সপ্রেস ট্রেনটি চালানোর নির্দেশ নামা জারি করলেও পরে মালদহবাসী এই নিয়ে আন্দোলনে নামায় তা বাতিল করে বিকল্প হিসেবে কয়েকটি কামড়া নিয়ে গৌড় লিংক ট্রেন চালু করে। তাতে এই ট্রেনে কলকাতা যেতে প্রচুর সময় যাত্রীদের নষ্ট হয়। বালুরঘাট থেকে বিকেলে ট্রেনটি রওনা হয়,এরপর মালদহ স্টেশনে গিয়ে দীর্ঘক্ষণ বন্ধ থাকে। তারপর গৌড় এক্সপ্রেসের সাথে জুড়ে দেওয়া হয়। শিয়ালদহ থেকে বালুরঘাট আসার ক্ষেত্রেও ঠিক একই ভাবে যাত্রীদের সময়ের অপচয় করে ফেলে রাখা হয়। বার বার জেলার যাত্রীদের এই অহেতুক হয়রানি বন্ধ করবার ব্যাপারে তাদের দল থেকে রেল দফতর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েও কোন সুরাহা মেলেনি বলে অভিযোগ। অথচ যাত্রীদের এই নিয়ে যেমন ক্ষোভ বাড়ছে তেমনি বাড়ছে হয়রানি।
তৃণমূল নেতার আরও অভিযোগ, সম্প্রতি নবদ্বীপধাম এক্সপ্রেস চালু করা হয়েছে। সে ক্ষেত্রেও সময়সূচী নিয়ে যাত্রীদের হয়রানীর মধ্যে পড়তে হচ্ছে। তার অভিযোগ, রেল দফতর নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে খুশি করতে গিয়ে জেলার যাত্রীদের হয়রানির মধ্যে ফেলে দিচ্ছে। এ জিনিষ অবিলম্বে বন্ধ করার দাবি তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে যাত্রীদেরও দাবি ট্রেনের সময় সূচী পরিবর্তন করা জরুরি। অহেতুক দুই যাত্রাতেই যাত্রীদের সময়ের অপচয় হচ্ছে। এব্যাপারে রেলের নজর দেওয়া অতি আবশ্যক বলে তারা দাবি জানান।