জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে হার্দিক

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

গত বছরটা চোট আঘাতে জর্জরিত ছিলেন। টি ২০ বিশ্বকাপে পুরো ফিট না থাকা হার্দিক পাণ্ডিয়াকে খেলানো নিয়ে বিতর্ক তৈরী হয়েছিল। কিন্তু এখন নিজেকে ক্রমশ তৈরী করছেন পাণ্ডিয়া। আর সূত্রের খবর, আসন্ন ২০২২ আইপিএলে একবারে অধিনায়কের হট সিটে বসতে পারেন ভারতীয় দলের এই অল রাউন্ডার। এবারে আরপিএসজি লখনউ ও সিভিসি ক্যাপিটাল আহমেদাবাদ শহরের ফ্র্যাঞ্চাইজি নিয়েছে। ফলে আইপিএল হবে দশ দলের। আর আহমেদাবাদ দল আইপিএলে খেলা নিয়ে যে জটিলতা ছিল সেটা ক্রমশ কেটেছে। ফলে আহমেদাবাদ মালিক পক্ষ সিভিসি গোষ্ঠী হার্দিককে দলের নেতা করতে চায়।

আগামী ৭ ও ৮ ফ্রেব্রুয়ারি বেঙ্গালুরুতে চলবে আইপিএলের মেগা নিলাম। সেদিনই পাণ্ডিয়াকে নেওয়ার জন্য ঝাঁপাবে এই নতুন ফ্রাঞ্চাইজি। আর আহমেদাবাদ হার্দিকের শহর, সেই আবেগটা সিভিসি গোষ্ঠী টানতে চাইছে বলে খবর। আহমেদাবাদের হেড কোচ হিসাবে আশিস নেহরাকে রাখা হতে পারে, মেন্টর হতে পারেন ভারতের প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেন। ইংল্যান্ডের প্রাক্তন উইকেট-রক্ষক ব্যাটার বিক্রম সোলাঙ্কিকে ফ্র্যাঞ্চাইজি ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হতে পারে। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স পাণ্ডিয়াকে ছেড়ে দিয়েছে। আইপিএলের সবচেয় সফল দলে রিটেইন করেছে রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব। মুম্বইকে একা হাতে অনেক ম্যাচে জেতান হার্দিক। সেই কারণে কিছুটা আবেগ প্রবণ তিনি। ইন্সট্রাগ্রামে এই অল রাউন্ডার জানান,”এই দলের হয়ে আমার বেড়ে ওঠা। অনেক সুন্দর সময় কাটিয়েছি এই দলের সঙ্গে। জিতেছি ও খেলেছি, সতীর্থদের সঙ্গে অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি। সারা জীবন স্মৃতি গুলো মনে থেকে যাবে। ধন্যবাদ আমাকে এত সুন্দর স্মৃতি উপহার দেওয়ার জন্য। আগামীতে মুম্বই দলের জন্য শুভেচ্ছা রইল।” আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী হতে পারে ২০২২ আই পি এলের নিলাম। করোনা পরিস্থিতির জন্য শুধু মুম্বইতেই হবে ২০২২ সালের পনেরো তম আইপিএল।