অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
এবার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রশংসায় ভারতীয় অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া। বর্তমান ভারতীয় দলে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন সবারই বেড়ে ওঠা ধোনির ক্যাপ্টেন্সিতে। আর ২০২২ আই পিএল জয়ী অধিনায়ক হার্দিক পান্ডিয়ারও ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয় মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে। বল হাতে প্রথম ওভারে ২১ রান দেন পান্ডিয়া। এরপর ৩ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট দেন তিনি অধিনায়ক ধোনি আস্থা রাখায় সেটা সম্ভব হয় জানালেন ভারতীয় দলের এই অলরাউন্ডার। এদিন পান্ডিয়া এক সাক্ষাৎকারে জানালেন,”আমি যখন ভারতীয় দলে যোগ দিয়েছিলাম, দলে ছিল সুরেশ রায়না, হরভজন সিং, যুবরাজ সিং, এমএস ধোনি, বিরাট কোহলি, আশিস নেহরা। আমি ভারতের হয়ে খেলার আগে থেকে ওরা তারকা ছিল। সেই কারণে ওদের সঙ্গে খেলা আমাদের জন্য একটা বড় বিষয় ছিল । আমার মনে আছে আমিই প্রথম ক্রিকেটার যে ভারতের হয়ে প্রথম ওভারে ২১রান দিয়েছিলাম। আমার তখন মনে হয় যে এটাই আমার শেষ ওভার। কিন্তু মাহি ভাই আমার উপর আস্থা রাখে। মাহি ভাইয়েরয়ের অধীনে খেলতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমার উপর অনেক আস্থা দেখিয়েছেন। যা আমাদের মতো তরুণদের ক্ষেত্রে কার্যকরী হয়।”
এরপরে হার্দিক জানান,” আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র তিনিটে ম্যাচ খেলার পরে মাহি ভাই আমাকে এসে বলে যে তুমি ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকবে। আমি ব্যাটও সেভাবে করিনি তবুও আমার উপর আস্থা রাখে মাহি ভাই। আমি নিজেকে বলি আমার একটা স্বপ্ন সত্যি হলো।”
চোটের কারণে গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের পরে আর পান্ডিয়াকে সেভাবে পাওয়া যায়নি। আইপিএল ফাইনালে রাজস্থানকে হারিয়ে অভিষেক মরশুমেই হার্দিকের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটান্স । আইপিএলে হার্দিক ১৫ ম্যাচে ৪৮৭ রান করেন। তার গড় ছিল ৪৪.২৭। ফাইনালে বোলার হার্দিকের সাফল্য ছিল ঈর্ষণীয়। জস বাটলার, সঞ্জু স্যামসন এবং শিমরন হেতমায়েরের উইকেট নিয়েছিলেন তিনি। দিয়েছিলেন মাত্র ১৭ রান। চোটের কারণে গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের পরে আর পান্ডিয়াকে সেভাবে পাওয়া যায়নি।পান্ডিয়াপ্রোটিয়া সিরিজে দলে আছেন।এবার বিরাট কোহলি, রোহিত শর্মা রা বিশ্রামে আছেন। লোকেশ রাহুলের ক্যাপ্টেন্সিতে ভারত খেলবে প্রোটিয়া সিরিজ।