জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

তিনি চাপে নেই, হারের হ্যাটট্রিক করে বলছেন জাদেজা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

পঞ্জাব কিংসের বিরুদ্ধে রবিবার হেরে পনেরো তম আইপিএলে হারের হ্যাটট্রিক করলো চেন্নাই সুপার কিংস। গতবারের চ্যাম্পিয়নদের এই পারফরমেন্স হওয়ায় প্রশ্ন উঠছে রবীন্দ্র জাদেজার ক্যাপ্টেন্সি নিয়ে। তিনি কি চাপের মুখে! মুখ খুললেন খোদ জাদেজা!

জাড্ডু বলছেন, “ধোনি আমাকে অনেক মাস আগেই বলে যে ও ক্যাপ্টেন্সি করবে না। সেই জন্য আমি প্রথম থেকে মানসিকভাবে ক্যাপ্টেন্সি করার জন্য প্রস্তুত ছিলাম। কোনো চাপ নেই আমার।আমি নির্দিষ্ট লক্ষ নিয়ে এগিয়ে যাব।” পঞ্জাব ম্যাচে জাদেজার সঙ্গে বোলারদের বোঝাপড়া নিয়ে প্রশ্ন উঠছে। সি এস কে অধিনায়ক জানান, “প্রচুর রান হয়েছিল পাঞ্জাব ম্যাচে। আমি ডিপ মিড উইকেটে ফিল্ডিং করি। কারণ ওখানে প্রচুর রান ওঠার সম্ভবনা ছিল। সেই কারণে সেখানে ফিল্ডিং করি। সেই কারণে ওখান থেকে বোলারদের সঙ্গে কথা বলা কঠিন ছিল।” গত মরশুমের নায়ক ঋতুরাজ গায়েকোড়ের ফর্ম নিয়ে উঠছে প্রশ্ন! অধিনায়ক জাদেজা তার পাশে দাঁড়িয়ে জানান,”ঋতুরাজের ফর্ম নিয়ে আমি চিন্তিত নই। ওকে চাপ দিচ্ছি না বরং সময় দিচ্ছি। ওকে মানসিক দিক থেকে ঠিক রাখছি।”

‌রবিবার মুম্বইয়ের ব্র্যাবোর্নে গতবারের চ্যাম্পিয়নরা ৫৪ রানে দুরমুশ হয়ে যায় পঞ্জাব কিংসের বিরুদ্ধে। পঞ্জাব কিংস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছিল ১৮০ রান। ১৮ ওভারেই ১২৬ রানে গুটিয়ে যায় চেন্নাই। শিবম দুবে ৫৭ ও মহেন্দ্র সিং ধোনি ২৩ রান ছাড়া কেউ বলার মত রান করেননি। পঞ্জাব বোলারদের মধ্যে রাহুল চাহার তিনটি ও বৈভব অরোরা এবং লিয়াম লিভিংস্টোন দুটি করে উইকেট নেন। এদিন জয়ের জন্য ১৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে পাওয়ারপ্লে-র ৬ ওভারের মধ্যেই চার উইকেট হারায় চেন্নাই সুপার কিংস। ১০ রানের মাথায় আউট হন ওপেনার ঋতুরাজ। ৪ বলে ১ রানে তিনি কাগিসো রাবাডার বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। রবিন উথাপ্পা বৈভব অরোর প্রথম শিকার, ১০ বলে ১৩ রান করে তিনি আউট হন। ১৪ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর তৃতীয় উইকেটটি পড়ে ৪.৪ ওভারে ২২ রানের মাথায়। ২ বলে শূন্য রানে বৈভব অরোর বলে বোল্ড হন মঈন আলি। ধোনি ও শিভম দুবে একা চেষ্টা করেও কিছু পারেনি।