জুলাই 3, 2024
Latest:
জেলা

সাত ঘন্টার জিজ্ঞাসাবাদ সামলেছেন চা বিস্কুট খেয়ে, জানালেন সৌমেন্দু

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

টানা প্রায় সাত ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে কাঁথি থানা থেকে ছাড়া পেলেন সৌমেন্দু অধিকারী। তিনি বলেন, পুলিশকে সবরকম সহযোগিতা করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন। তা সত্ত্বেও দীর্ঘ সময়ের মধ্যে অধিকাংশ সময় জিজ্ঞাসাবাদ না থাকায় একাকীত্ববোধ যাতে না হয় তার জন্য বাড়ি থেকে কয়েকটি গল্পের বই এনেছিলেন সেগুলোও পড়তে দেওয়া হয়নি তাকে। বাড়ির খাবারও খেতে দেওয়া হয়নি। সাত ঘন্টা চা বিস্কুট খেয়ে তিনি কাটিয়েছেন।

YouTube player

আজ তাকে মূলত সারদা জমির মামলা নিয়ে মিসিং ফাইল সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ ছিল। যেহেতু তিনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন। তার আরও অভিযোগ, তিনি প্রায় দেড় বছর চেয়ারম্যানের পদ থেকে ছেড়ে আসার পর আরও তিনজন সেই চেয়ারে বসেছেন দু’জন পুর প্রশাসক ও বর্তমান চেয়ারম্যান। তাদের সময়ে অভিযোগ হল সারদা জমি নিয়ে অথচ তাদের নোটিশ না করে কেবল উদ্দেশ্য প্রণোদিত ভাবে সৌমেন্দু অধিকারীকে নোটিশ করা হয়েছে ফাইল মিসিং নিয়ে। এই নিয়ে তিনি বিচার প্রার্থী হয়ে ফের উচ্চ আদালতের দ্বারস্ত হবেন।
আগামী শুক্রবার ফের কলেজ বিল্ডিং তৈরির দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সৌমেন্দু অধিকারীকে এমনটা জানা গেছে।