অতীত ভুলে বর্তমানেই মন দিতে চান, জানালেন বাগান কোচ

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

এএফসি কাপে ইন্টার জোনাল সেমিফাইনালে হতাশা। ডুরান্ড কাপে ব্যর্থতা। সেই সব এখন অতীত। আর সব ভুলে নতুন টার্গেট নিয়ে আসন্ন আইএসএলে মনোসংযোগ করতে চায় এটিকে মোহনবাগান। আগামী সোমবার চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ঘরের মাঠে আইএসএলের অভিযান শুরু করছে সবুজ মেরুন ব্রিগেড।

তার আগে চাপ থাকলেও যেন অনেকটাই ফুরফুরে বাগান কোচ জুয়ান ফেরান্দ। লক্ষ্মী পুজোর দিন ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে জুয়ান জানাচ্ছেন, এএফসি কাপে আমাদের পারফরম্যান্স হতাশজনক। ফাইনালের কাছাকাছি ছিলাম আমরা। তবে ভাল দলের কাছেই হেরেছি। কিন্তু আমি অতীত নিয়ে ভাবছি না, বর্তমানেই মন দিতে চাইছি। নতুন চ্যালেঞ্জ, নতুন টার্গেট। সামনে কুড়িটা ম্যাচ। প্লে অফের যোগ্যতা অর্জন করা আমাদের প্রাথমিক লক্ষ্য। তবে আপাতত প্রথম ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক মাস আগে পাখির চোখ ছিল এএফসি কাপ। এখন আইএসএল। ফুটবলাররা তৈরি। আশা করছি পরিকল্পনা মাফিক খেলতে পারব।’

এএফসি কাপের পর একটা লম্বা বিরতি। প্র‍্যাক্টিস চললেও কলকাতা লিগে নামেনি তারা। ফেরান্দো বলেন, “এএফসির পর একাধিক ফুটবলারের চোট ছিল। ভারতীয় দলে ছ’জন চলে গিয়েছিল। তাই ম্যাচ খেলার মতো পরিস্থিতি ছিল না। দু’সপ্তাহ আগে পর্যন্ত ঠিকভাবে প্রস্তুতিও সারতে পারছিলাম না। সেই জায়গা থেকে যতটা সম্ভব হয়েছে করেছি।”

জুয়ানের পাশে সাংবাদিক সম্মেলনে বসে থাকা অস্ট্রেলিয়ান বিদেশি ব্র্যান্ডন হ্যামিলও একই কথা বললেন। তার কথায়, “ম্যাচ খেলতে পারলে ভাল হত। নিজেদের কম্বিনেশন, ভুলত্রুটি সবই দেখে নেওয়া যেত। পরিস্থিতি অনুকূলে ছিল না সেটা মানতেই হবে।’

যুবভারতীতে খেলা নিয়ে তিনি বলছেন, “ইস্টবেঙ্গল ম্যাচে ডার্বিতে ছিলাম ডাগআউটে সমর্থকদের উন্মাদনা দেখেছি।”

গত দুই বছর সবুজ মেরুন জার্সিতে ঝড় তোলেন রয় কৃষ্ণ। কিন্তু গতবার কিছুটা খারাপ পারফরমেন্স থাকার কারণে একপ্রকার কোচ জুয়ানের ভোটে ছেটে ফেলা হয় রয়কে। দিমিত্রি পেত্রাতোসকে রয়ের বিকল্প ভাবা হচ্ছে! তিনি কি পারবেন বাগানে ফুল ফোটাতে! বাগান সমর্থকদের দাবি এটাই। বাগান কোচ ফেরান্দো বলছেন, “আমরা কোনও একজনের ওপর নির্ভরশীল নয়। একজন ফুটবলার একটা বা দুটো ম্যাচ জেতাতে পারে। তাই নাম নিয়ে আমরা ভাবি না।‌ টিমগেমে জোর দিই।” এএফসিতে দিমিত্রিকে না রাখলেও চেন্নাই ম্যাচে ব্রেন্ডন হ্যামিল, কার্ল ম্যাকহিউ, জনি কাউকোর সঙ্গে দিমিত্রি পেত্রাতোসকে রেখেই শুরু করার সম্ভাবনা বেশি। রিজার্ভ বেঞ্চে থাকবেন ফ্লোরেন্টিন পোগবা এবং হুগো বুমোস। দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হলেও এখানকার ফুটবলারদের মানসিকতা বদলের ডাক দিলেন স্প্যানিশ কোচ। উদাহরণ দেন স্প্যানিশ লিগ, বুন্দেশলিগার।‌

তিনি বলেন, “বিদেশে ৫-৬ ঘণ্টা করে প্র্যাকটিস হয়। তারকা ফুটবলাররাও এতটাই অনুশীলন করেন। সেখানে ভারতীয় ফুটবলে মাত্র দুই ঘণ্টার ট্রেনিং।” চেন্নাইনের কোচ থমাস ব্র্যাডারিচ জানাচ্ছেন, “প্রতিপক্ষের সমর্থকদের সামনে প্রথম ম্যাচ খেলা খুবই চ্যালেঞ্জিং। আশা করছি আমার দলের ফুটবলাররা ম্যাচটা উপভোগ করবে। আর ভালো ফুটবলই উপহার দেবে।”