জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

দাদনের কাজ করতে রাজি না হওয়ায় অপহরণ হলো হিলির শ্রমিক

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

চরম দারিদ্রতায় দিন কাটানোর পর সেখান থেকে পরিত্রান পাওয়ার জন্যই ভিন রাজ্যে কাজ করতে রাজি হয়েছিলেন এক পরিযায়ী শ্রমিক। দাদনে ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের লালপুর এলাকার নবকুমার দাস নামে এক শ্রমিক।

কিন্তু সেখানে আশানুরূপ কাজ না হওয়ায় সেখান থেকে বাড়ি চলে আসেন। এরপর ঠিকাদাররা তার কাছে তিন হাজার টাকা দাবি করে। যে অর্থ সে ঠিকাদারের কাছ থেকে নিয়েছিল তার তিন হাজার টাকা পরিশোধ করতে না পারায় হিলি ব্লকের লালপুর গ্রামের পরিযায়ী় শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। জানা যায়, ঠিকাদারি সংস্থার লোকেরা ত্রিমোহিনী বাজার থেকে সেই শ্রমিককে তুলে নিয়ে যায়। এরপর পরিবারের লোক জানতে পারেন তাকে মালদার কালিয়াচকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে স্থানীয় ঠিকাদার জড়িত রয়েছেন। তিন দিন হয়ে গেলও সেই কুড়ি বছরের যুবক বাড়িতে না ফিরলে খোঁজাখুঁজি করতে শুরু করে তার মা ।

যুবকের মা জানতে পারে ভিন রাজ্যে কাজ করতে রাজি না হওয়ায় তাকে অপহরণ করা হয়েছে। এরপর তিনি এলাকার লোককে জানান এবং প্রয়োজনে তিনি প্রশাসনের সাহায্য নেবেন বলে জানিয়েছেন। তিনি কাতর অনুরোধ করছেন যাতে তার ছেলে শীঘ্রই বাড়ি ফিরে আসে।