জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

রাধাকৃষ্ণণের তিরোধান দিবস উদযাপনে দুঃস্থ শিশুদের সাহায্য প্রদান

এনএফবি, জলপাইগুড়িঃ

রবিবার ১৭ই এপ্রিল, ২০২২ সানুপাড়া শিক্ষক দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি, দ্বিতীয় রাষ্ট্রপতি, দার্শনিক, ভারতরত্ন, বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের তিরোধান দিবস পালন করা হয়।

সকাল ৯ টায় আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান শিক্ষক ও সাহিত্যিক শ্রী উমেশ শর্মা, প্রাক্তন প্রধান শিক্ষিকা শ্রীমতী আলপনা নাগ সরকার, শিক্ষক সুজয় বর্মন, কবি পার্থ বন্দ্যোপাধ্যায়, ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের জ্যোতি গ্রুপের বিশিষ্ট জনেরা। আজকের প্রয়াণ দিবসে শ্রদ্ধার সাথে সাথে দুঃস্থ ছাত্র সায়ন তামাংকে লেখাপড়ার সামগ্রী তুলে দেন শিক্ষক উমেশ শর্মা। তার পাশাপাশি সায়নের পাশে থাকার অঙ্গীকার করা হয় কমিটির পক্ষ থেকে । এছাড়া এলাকার ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সামগ্রী প্রদান করা হয় ও সমাজের গুনীজনদের মানপত্রের সাথে সম্মান দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক বুজু দা, প্রাক্তন পঞ্চায়েত সদস্যা শ্রীমতী ছায়া ঘোষ, গ্রীন জলপাইগুড়ির প্রতিনিধি শ্রী বিদ্যুৎ দাস, শিক্ষক দিবস উদযাপন কমিটির সম্পাদক গণেশ ঘোষ সহ প্রমুখ।