এনএফবি, মুর্শিদাবাদঃ
সোমবার ভোর রাতে সাগরদিঘী থানার পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে ৩৪ নং জাতীয় সড়কে সেখদিঘী বাসস্ট্যান্ডের কাছ থেকে ১ কেজি হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করে ৷ ধৃত ব্যক্তির নাম সামিরুল ইসলাম। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার মঙ্গলজোন এলাকায় বলে জানা গিয়েছে। আর ও জানা গিয়েছে, হেরোইন হাত বদলের উদ্দেশ্যে সে সাগরদিঘীর সেখদিঘী বাসষ্ট্যান্ড এলাকায় এসেছিল ।
আজ তাকে সাগরদিঘী থানার পুলিশ সাত দিনের পুলিশি হেফাজতে চেয়ে বহরমপুর এনডিপিএস আদালতে পেশ করে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ এই ঘটনায় কারা যুক্ত আছে তাও খতিয়ে দেখছে সাগরদিঘী থানার পুলিশ।