এনএফবি, কলকাতাঃ
উসেইন বোল্টের গতিতে ছুটছে রাজ্যের দৈনিক সংক্রমণ। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত দৈনিক করোনা বুলেটিন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৭৩ জন যার মধ্যে শুধু কলকাতায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৫৯ জন। একই সময়ে রাজ্যে মৃত্যু হয়েছে ১৬ জন করোনা রুগীর। আজ সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৬৮ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯৭.২৮ শতাংশ। আজকের হিসাব অনুযায়ী চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৫ হাজার ৪৭৫ জন। আক্রান্তের হার ১.১৯ শতাংশ। আজ পর্যন্ত রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৬৪ হাজার ৩০১ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৬ লক্ষ ১৯ হাজার ১৬ জন। মোট মৃতের সংখ্যা ১৯ হাজার ৮১০ জন।
রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত দৈনিক করোনা বুলেটিন