জুলাই 1, 2024
Latest:
জেলাফিচার

হিলির শিশু, স্পেনের মা- নতুন যুগলবন্দি

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে তিন বছরের এক শিশুপুত্রকে দত্তক নিলেন স্পেনের এক কোরিওগ্রাফার যুবতী ৷

এদিন জেলা প্রশাসনের তরফে ওই যুবতীর হাতে সমস্ত নিয়ম মেনে শিশুটিকে তুলে দেওয়া হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্পেনের বার্সেলোনার বাসিন্দা ভেরোনিকা সেন্ডোয়া সিরা বেশ কয়েক বার কর্মসূত্রে ভারতে এসে পশ্চিমবঙ্গে এসেছেন । যতবার তিনি এদেশে এসেছিলেন ততবারই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরেছেন। বাংলার সংস্কৃতি যুবতীকে আকৃষ্ট করে৷ এরপরে উনি ঠিক করেন এই রাজ্য থেকে শিশু দত্তক নিয়ে লালন পালন করে বড় করে তুলবেন।

আয়েশা রানি এ , জেলা শাসক ৷ নিজস্ব চিত্র

চার বছর আগে কেন্দ্রীয় সরকারের কারা পোর্টালে আবেদন করলেও মহামারি করোনার জন্য প্রক্রিয়া বন্ধ থাকে। অবশেষে ২০২১ সালে প্রক্রিয়া শুরু হতেই তিনি পোর্টালে গিয়ে আবেদন করেন ৷ সেখানে এই রাজ্যে একাধিক শিশুদের তথ্য দেখে তিওর নওপাড়া সমাজ কল্যাণ সমিতির অধীনে থাকা এক শিশুকে পছন্দ করে দত্তক নেওয়ার সমস্ত প্রক্রিয়া শুরু করেন। নিয়ম মেনে এদিন ওই শিশু পুত্র সন্তান কে যুবতীর হাতে তুলে দেওয়া হয় ৷ উপস্থিত ছিলেন যুবতীর বোনেরা। শিশুটিকে পেয়ে এদিন কান্নায় ভেঙে পড়ে সকলে। শিশুটি বড় হওয়ার পরে আবার তারা জেলায় আসবেন এমনটাই এদিন জানান। অনাথ শিশু বিদেশে পরিবার পাওয়ায় খুশি জেলা প্রশাসন ৷

নিজস্ব চিত্র