জুলাই 5, 2024
Latest:
ক্রীড়াফিচার

ঐতিহাসিক সিদ্ধান্ত! নারী পুরুষ ক্রিকেটারদের বেতন বৈষম্যের অবসান

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

রজার বিনির ভারতীয় ক্রিকেট বোর্ডের ঐতিহাসিক সিদ্ধান্ত। ভারতের পুরুষ আর মহিলা ক্রিকেটারদের মধ্যে পারিশ্রমিক বৈষম্য ঘুচে গেল।এবার থেকে পুরুষ আর মহিলা ক্রিকেটাররা একই বেতন পাবে বোর্ড থেকে। এদিন বিসিসিআই সচিব জয় শাহ টুইট করে জানান, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, লিঙ্গ বৈষম্য দূর করতে আমরা একটি পদক্ষেপ নিয়েছি। বোর্ডের চুক্তিবদ্ধ মহিলা ক্রিকেটারদের জন্য বেতনে সমতা নীতি এনেছি। পুরুষ ও মহিলা ক্রিকেটারদের ম্যাচ ফি সমান হবে। কারণ ভারতীয় ক্রিকেট লিঙ্গ সমতার এক নয়া যুগের দিকে এগোচ্ছে।”

টেস্ট ফরম্যাটে বিরাটরা ১৫ লাখ, ওয়ান ডে ফরম্যাটে ৬ লাখ এবং টি-২০ ফরম্যাটে ৩ লাখ টাকা পান। মহিলা ক্রিকেটাররাও এবার থেকে বিরাটদের মতোই সমান ম্যাচ ফি পাবেন। জয় শাহ জানিয়েছেন, বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল এই সিদ্ধান্তে সায় দিয়েছে। একইসঙ্গে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিশ্বের বাকি ক্রিকেট বোর্ডগুলিকে বার্তা দিয়ে রাখল। আগামী বছর থেকে শুরু হতে চলেছে মেয়েদের আইপিএল। বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কউর এবং প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক মিতালী রাজ।