জুলাই 3, 2024
Latest:
জেলা

উদ্যান পালন দফতরের উদ্যোগে লাভ জনক ফলের গাছের চারা বিতরণ

এনএফবি,বালুরঘাটঃ

ধান, গমের মতো চিরাচরিত চাষাবাদ থেকে বেরিয়ে এসে লাভজনক ফল চাষে কৃষকদের উৎসাহিত করার জন্য উদ্যান পালন দফতরের পক্ষ থেকে এক নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে । আতমা প্রকল্পের মাধ্যমে চাষিদের মধ্যে বিলি করা হলো আপেল, কুল এবং মুসাম্বি লেবুর চারা। বালুরঘাটে বিভিন্ন পঞ্চায়েতে প্রদর্শনী ক্ষেত্র খোলার লক্ষ্যে তিনজন কৃষককে ৩৮টি করে আপেল, কুল এবং মুসাম্বি লেবুর (মালটা) চারা তুলে দিয়েছে উদ্যান পালন দপ্তর।

জানা গেছে , আতমা প্রকল্পের আর্থিক সহায়তায় ভার্মি কম্পোস্ট সারও বিলি করা হয়েছে কৃষকদের মধ্যে। আগামীতে লাভজনক ফল চাষের প্রশিক্ষণও দেওয়া হবে উদ্যান পালন বিভাগের তরফে। এদিন চারা বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা উদ্যান পালন বিভাগের আধিকারিক সাহেব পাল, ব্লক কৃষি আধিকারিক তনয় সাহা, আতমা প্রকল্পের জেলা প্রজেক্ট ডিরেক্টর অজয় শর্মা প্রমুখ।উদ্যান পালন দপ্তর সূত্রের খবর, চিরাচরিত ধান, গম, পাঠ, সরিষা প্রভৃতি চাষাবাদে কৃষকদের লাভের পরিমাণ কমছে বছরের পর বছর ধরে । সেখানে দাঁড়িয়ে বিকল্প লাভজনক ফল চাষ করলে উপকৃত হবে চাষিরা। আর সেই লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছে জেলা উদ্যান পালন দপ্তর। আতমা প্রকল্পের আর্থিক সহায়তায় আপেল কুল এবং মুসাম্বি লেবুর চারা বিতরণ করা হয় কৃষকদের।

এই বিষয়ে ,জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সাহেব পাল বলেন, “বিকল্প ফল চাষে লাভের মুখ দেখবেন চাষিরা প্রথমে সকলকে উৎসাহিত করতে প্রদর্শনী ক্ষেত্র খোলা হবে। চাষিদের আপেল কুল এবং মুসাম্বি লেবুর চারা বিলি করা হয়। এছাড়া ভার্মি কম্পোস্ট সারও বিলি করা হয়েছে।”