এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার এগরা হাসপাতালে রাত ১১ টা নাগাদ প্রসূতী বিভাগের মধ্যে হটাৎ একটি আওয়াজ হয়, ভয়ে কেঁপে উঠেন প্রসূতীরা। বাইরে ছিলেন তাদের বাড়ির লোকজন, আওয়াজ শুনে বাইরে থেকে ছুটে যান বাড়ির লোকেরা, ভিতরে গিয়ে দেখেন বিয়ার, মদের বোতল ভেঙে পড়ে আছে প্রসূতী বিভাগের ভিতরেই। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হাসপাতালের কোনো এক কর্মী প্রসূতী বিভাগের মধ্যে দিয়ে ভিতরে বিয়ার মদের বোতল নিয়ে যাওয়ার সময় তা দেওয়ালে ঠোকা লেগে ভেঙে পড়ে যায়। প্রসূতীদের পরিবার ও লোকজনের দাবি তাহলে কি এখন হাসপাতালের মধ্যে ও মদের আসর বসে!