জুলাই 5, 2024
Latest:
জেলা

লোডশেডিং-এ ব্যাহত হাসপাতালের পরিষেবা

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

সরকারি হাসপাতাল অথচ সেখানে নেই বিদ্যুতের বিকল্প ব্যবস্থা ।লোডশেডিং হলেই ব্যাহত পরিষেবা ।এমন বেহাল পরিকাঠামোর চিত্র ধরা পড়ল বুনিয়াদপুরে অবস্থিত রশিদপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

গতকাল রাতে ঝড়ের পর থেকে দুপুর পর্যন্ত রশিদপুর গ্রামীণ হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা না থাকায় সমস্যার মধ্যে পড়তে হয়েছে বহু দূর দূরান্ত থেকে আসা রোগীদের। সবাই চায় হাসপাতলে বিকল্প বিদ্যুৎ এর ব্যবস্থা হোক।

গতকাল রাত থেকে বুনিয়াদপুর শহর বংশীহারী ব্লকে প্রচন্ড ঝড় -বৃষ্টির পর থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকার পাশাপাশি রশিদপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রোগী সহ ভোগান্তি পোহাতে হচ্ছে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। গরমের পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে পরিষেবা দিতে হয় এবং প্রায় বিদ্যুৎ না থাকায় হাসপাতলে ইনভার্টার থাকলেও তিন চার ঘন্টার বেশি বিদ্যুৎ না থাকায় সমস্যার মধ্যে পড়তে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। তবে এই বিষয়ে বহুবার উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও সমস্যার সুরাহা হয়নি। এমনকি ২০১৯ সালে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার হাসপাতালের জন্য জেনারেটর বরাদ্দ করলেও এখনো পর্যন্ত তার ব্যবস্থা হয়ে ওঠেনি। হাসপাতাল কর্তৃপক্ষ চায় কোনো মন্ত্রী বা যে কেউ হাসপাতলে রোগীদের স্বার্থে জেনারেটরের ব্যবস্থা করুক।

নিজস্ব চিত্র