এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
মায়ের বকুনি খেয়ে বেলদায় গলায় ফাঁস লাগিয়ে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বুধবার রাতে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা এলাকায়। মৃত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নাম সোহানী জানা (১৮)। সে এই বছর স্থানীয় বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। বাড়িতে তার মা পড়াশোনা নিয়ে একটু বকাবকি করায় বুধবার রাতে নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তার পরিবারের লোকেরা বিষয়টি জানার পর তাকে দ্রুত উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। সেখানে ডাক্তার বাবুরা তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করে। বেলদা থানার পুলিশ বৃহস্পতিবার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। সেই সঙ্গে ঠিক কি কারণে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখার জন্য বেলদা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।