জুলাই 3, 2024
Latest:
ফিচাররাজ্য

অনুব্রত কন্যা সুকন্যার নামে বিপুল সম্পত্তির হদিশ, আজ তাকে জেরার সম্ভাবনা

এনএফবি, বীরভূমঃ

অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিয়াকে আজ সকাল থেকেই জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। বোলপুরের পূর্বপল্লিতে জিজ্ঞাসাবাদ চলছে বলে সিবিআই সূত্রে জানাগেছে । অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে, দুজনেরই অ্যাকাউন্টের কাগজপত্র সহ সবকিছু দেখাশোনা করতেন এই মণীশ কোঠারিয়া। সূত্রের খবর, এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে কোনও টাকাপয়সা নেই। কিন্তু তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে যে বিভিন্ন কোম্পানি, তাতে বিপুল পরিমাণে টাকা লেনদেনের হদিশ মিলেছে। এখন অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিয়াকে জিজ্ঞাসাবাদ করে ওই টাকার উৎস সম্পর্কে জানতে চাইছেন সিবিআই আধিকারিকরা। 

অনুব্রত মন্ডলের মেয়ের অ্যাকাউন্টে কীভাবে এল এতো টাকা ? ওই টাকার আইটি ফাইল করা হয়েছে? কী কাগজপত্র দেখানো হয়েছে? তার সবটাই এখন খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে । অনুব্রত মণ্ডলের একাধিক নথিতে মেয়ের নাম পাওয়া গিয়েছে। সুকন্যার নামে বেশ কিছু সম্পত্তিও রয়েছে বলেও অনুমান সিবিআই-এর। তদন্তকারী সংস্থার নজরে তাই সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। বুধবার বোলপুরের বাড়িতেই মেয়ে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকরা বলে জানা গেছে।

প্রসঙ্গত, একবার বা দু’বার নয়, টানা ১০ বার, গোরুপাচারকাণ্ডে যখনই নোটিস পাঠিয়েছে সিবিআই, তখনই অসুস্থতার কারণে দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। এরপরই গত বৃহস্পতিবার বোলপুরের বাড়ি থেকে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখন সিবিআই হেফাজতে কলকাতার নিজাম প্যালেসে রয়েছেন অনুব্রত মন্ডল ৷ আজ জিজ্ঞাসাবাদে সুকন্যা মন্ডল কতটা সহযোগিতা করবে তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷