জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

বিপথে আধার কার্ড করিয়ে আইনি সমস্যায় কয়েকশো গ্রামবাসী

এনএফবি,মুর্শিদাবাদঃ

প্রায় তিন বছর আগে যারা বিপথে বেসরকারি ভাবে আধার কার্ডের কাজ করিয়েছিলেন তাঁদের এবার ভূগতে হচ্ছে। আধার কার্ডের কাজ করিয়েছেন এমন বাসিন্দাদের অনেকের নামে আসছে আর্থিক প্রতারণা ও সাইবার ক্রাইম মামলার নোটিশ। আর সেটা শুধু এরাজ্যের থানা থেকে নয়। কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, ঝাড়খণ্ডের থানা গুলি থেকেও আসছে নোটিশ। বিভিন্ন জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে তাঁদের নামে। বাসিন্দাদের একাংশের অভিযোগ, ২০১৯ সালে স্থানীয় কয়েকজন যুবকের মাধ্যমে আধার কার্ডের কাজ করিয়েছিলেন। তার জন্যে তাঁরা ছবি সহ বিভিন্ন কাগজপত্র জমা দিয়েছিলেন। এরপর যারা ওই ভাবে আধার কার্ডের কাজ করিয়েছিলেন। তাঁদের নামেই আসছে মামলার নোটিশ। নোটিশ অগ্রাহ্য করলে গ্রেপ্তার করাও হতে পারে। যা নিয়ে বুধবার ভরতপুর ১ বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন আতঙ্কিত স্থানীয় সৈয়দকুলুট, সাহাপুর, মুনসুরপুর সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা। পরে বিডিওকে বিক্ষোভকারিরা একটি লিখিত অভিযোগও করেন।

নিজস্ব চিত্র