এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
বালুরঘাট ব্লকের অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েত এলাকায় এক গৃহবধূকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তার শ্বশুরবাড়ির পরিবারের লোকেদের বিরুদ্ধে। জানা যায়, গৃহবধূর নাম উর্মিলা বেনেড়া, তার বাপের বাড়ি ফতেহপুর এলাকায়
গত আড়াই মাস আগে ঐ গৃহবধূর বিয়ে হয় একই ব্লকের মিঠুন ওরাও- এর সাথে যিনি পেশায় একজন কৃষক।তারপর থেকেই ঐ গৃহবধূকে তার শশুর বাড়ির লোকেরা অত্যাচার করতো বলে অভিযোগ উঠেছে। এরপরে শনিবার ঐ গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হলে তার পরিবারের লোকেরা অভিযোগ করেন যে গৃহবধূকে মেরে ঝুলিয়ে দিয়েছে তার শ্বশুরবাড়ির লোকেরা। গৃহবধূর মায়ের আরও অভিযোগ তার জামাই তাকেও ফোনে খুনের হুমকি দিত। এমনকি ঐ গৃহবধূ দু মাসের অন্তঃসত্ত্বাও ছিলো বলে তার পরিবারের লোকেরা জানিয়েছে।
উর্মিলা বেনেড়া গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নামে বালুরঘাট থানার পুলিশ। ইতিমধ্যে মৃতার স্বামী কে আটক করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।