জুলাই 3, 2024
Latest:
ফিচারস্থানীয়

দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলরের স্বামী

এনএফবি, কোচবিহারঃ

দিনহাটায় দিনে দুপুরে চলল গুলি। গুলিবিদ্ধ হলেন দিনহাটা পুর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মিঠু দাসের স্বামী বিজু দাস। তাঁর পেটে গুলি লাগে বলে জানা গিয়েছে। তাঁকে গুরুতর জখম অবস্থায় কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রকাশ্য দিবালোকে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে শহরে।

তৃণমূল কংগ্রেসের দাবি, বিধায়ক উদয়ন গুহর উপরে হামলার ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা অজয় রায় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় তাঁর দিনহাটা শহরের মদনমোহন মন্দির সংলগ্ন বাড়িতে ফেরেন। ওই সময় বিজু দাস সেখান দিয়ে যাওয়ার সময় আচমকা গুলি এসে তাঁর পেটে লাগে। অন্যদিকে বিজেপির দাবি, অজয় রায় এদিন বাড়ি ফিরলে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা হামলা চালায়। তাঁদেরই চালানো গুলি তাঁদের কর্মীর গায়ে লাগে।

গত বিধানসভা নির্বাচনের পরে দিনহাটা শহরে তৃণমূল কংগ্রেসের তৎকালীন পরাজিত প্রার্থী উদয়ন গুহের উপরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মী অভিযুক্ত ছিলেন। তাঁর মধ্যে অন্যতম অজয় রায়। তিনি ওই অভিযোগ থেকে জামিনে ছাড়া পেলেও দীর্ঘ সময় দিনহাটায় ঢুকতে পারেননি। সম্প্রতি কেন্দ্রীয় সরকার অজয় রায়কে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দেয়। এরপর এদিন তিনি সেই বাহিনী নিয়ে দিনহাটায় প্রবেশ করেন। এরপরেই ওই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।