জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

পণের দাবিতে স্ত্রীর মাথা ন্যাড়া করে শাস্তি দিল স্বামী

এনএফবি,মুর্শিদাবাদঃ

কন্যা সন্তান ও পণের দাবিতে দীর্ঘদিন ধরেই মানসিক অত্যাচার চলছিল স্ত্রীর উপর । এবারে পণের টাকা না দিতে পারায় স্ত্রীর মাথা ন্যাড়া করে শাস্তি দিল স্বামী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সোলুয়া বিলধারি পাড়া এলাকায়।

পরিবার সূত্রে জানা যায় ইসলামপুরের নসিপুর এলাকার রাকিবা খাতুনের দেড় বছর আগে বিনা দাবিতে বিয়ে হয় হরিহরপাড়ার সলুয়া বিলধারী পাড়া এলাকার আব্দুল্ল শেখ নামের ওই যুবকের সঙ্গে। মেয়ের বাবা অভাবের সংসারের মধ্যে মেয়েকে সোনা টাকা সহ আসবাবপত্র দেয়। বিয়ের কিছুদিন ভালো চলে পরে একটি কন্যা সন্তান হওয়াই বাবার বাড়ি থেকে টাকা আনার চাপ দেওয়া হয়। টাকা আনতে না পারলে প্রায় বেধড়ক ভাবে মারধর করা হত এবং ওই যুবকের অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক আছে বলেও জানান গৃহবধূর বাড়ির আত্মীয়রা।
জানা যায় অভিযুক্ত আব্দুল্লা শেখ তার স্ত্রীকে হাত-পা বেঁধে মাথা ন্যাড়া করে দেয়। লজ্জায় বাড়ি থেকে বেরোতে পারে না ওই গৃহবধূ। পরে বাবা ও মা কে খবর দেয়। কিন্তু বাবা মা প্রতিবন্ধী হওয়ায় বোম্বেতে ভিক্ষাবৃত্তি করে। সেখান থেকে মেয়ের ঘটনার খবর শুনে বুধবার বাড়িতে এসে বৃহস্পতিবার হরিহরপাড়া থানায় স্বামী সহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
মেয়ের মা দাবি করেন, মেয়েদের শারীরের মানান সই হল চুল। সেই চুল হাত পা বেঁধে কেটে নিয়েছে জামাই। তার কঠিনতম শাস্তি চাই। যদিও ঘটনার কথা ভিত্তিহীন বলে অস্বীকার করে অভিযুক্ত আব্দুল্লা শেখ। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।