জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

দেশের তিনশোতম টেস্টে ক্যাপ্টেন্সি করতে পেরে খুশি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

শুক্রবার থেকে মোহালিতে শুরু ভারত শ্রীলঙ্কা প্রথম টেস্ট। বিরাট কোহলি দর্শকশূন্য স্টেডিয়ামে নিজের শততম টেস্ট খেলতে নামবেন। বিরাট কোহলির শততম টেস্টে আবার শ্রীলঙ্কা নিজেদের তিনশো তম টেস্ট খেলবে। অষ্টম টেস্ট-খেলিয়ে দেশ হিসেবে ১৯৮২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে কলম্বোতে প্রথম টেস্ট খেলে। এবার লঙ্কানরা মোহালিতে তাদের ৩০০তম ম্যাচটি খেলবে।

শ্রীলঙ্কার ৩০০তম ম্যাচে তাঁদের ক্যাপ্টেন্সি করবেন দিমুথ করুণারত্নে । সোশ্যাল মিডিয়াতে নিজের উচ্ছাসের কথা জানিয়ে তিনি বলছেন,ঐতিহাসিক টেস্টের অংশ হতে পেরে তিনি একদিকে যেমন কৃতজ্ঞ, তেমনই অন্যদিকে দর্শকশূন্য স্টেডিয়ামে এমন একটি টেস্ট খেলতে হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেছেন। যদিও একইসঙ্গে জানিয়েছেন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত হতে চলা দ্বিতীয় টেস্টে দর্শক সমাগমের দিকে তাকিয়ে থাকবেন তিনি।

“৪ মার্চ, আমাদের ৩০০তম টেস্ট ম্যাচ হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য খুবই বিশেষ দিন৷ এটির অংশ হতে পেরে খুশি এবং ধন্য৷ শুনেছি এটি বিরাট কোহলিরও ১০০তম টেস্ট হতে চলেছে। মোহালিতে কোন ভারতীয় ভক্তদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না জেনে হতাশ!” বলেন দিমুথ করুণারত্নে।