জুলাই 5, 2024
Latest:
জেলা

‘আমি রক্ত দিতে তৈরি কিন্তু বাংলাকে ভাগ করতে দেব না’,গর্জন মমতার

এনএফবি,আলিপুরদুয়ারঃ

মঙ্গলবার আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে কর্মীসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের পর এই প্রথম তিনি আলিপুরদুয়ার জেলায় এসেছেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,” ভোটের আগে বলেছিল, গোর্খাল্যান্ড করব। ভোটের পর পালিয়েছে। আমরা কিছুতেই গোর্খাল্যান্ড করতে দেব না। আগে তো পাহাড়ের সঙ্গে তরাই ডুয়ার্সের ঝগড়া লাগিয়ে দিয়েছিল।” তাঁর অভিযোগ, “বিজেপির কেউ কেউ বলে আমরা উত্তরবঙ্গকে আলাদা করে দেব। আমি রক্ত দিতে তৈরি কিন্তু বাংলাকে ভাগ করতে দেব না।”

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় চড়া সুরে বলেন, “কিছু নেতার কাজ নেই কর্ম নেই, আমাকে ভয় দেখাচ্ছে যে উত্তরবঙ্গ ভাগ না করলে নাকি আমাকে প্রাণে মেরে দেবে। আমি বলি, ক্ষমতা থাকলে আমার বুকে বন্দুক ঠেকাও। আমি অনেক বন্দুক দেখে এসেছি। এসব বন্দুক-টন্দুক আমাকে দেখিও না। তোমাদের বন্দুক ভোঁতা করতে আমি জানি।” এসবের নেপথ্যে বিজেপির ইন্ধন রয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তাঁর কথায়, ‘‘বিজেপির প্রশ্রয়ে এসব হচ্ছে জানবেন। যখনই ইলেকশন আসে তখই ভাগাভাগির কথা বলে। ইলেকশনের আগে উজালা, বিনা পয়সায় গ্যাস, আর ইলেকশন চলে গেলে বেলুন ফুটে ফাস। এটাই বিজেপির কাজ।”

বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কম হয়েছে বলে তিনি দাবি করেন। তৃণমূল না থাকলে স্বাস্থ্যসাথী, উদ্বাস্তু পাট্টা সহ কোনও প্রকল্পই হবে না বলেও সাফ জানান মুখ্যমন্ত্রী।