কোন ব্যক্তির হয়ে নয় বরং দলের হয়ে প্রচার করতে এসেছিঃ দিলীপ ঘোষ

এনএফবি, মেদিনীপুরঃ

গতকাল দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর আজ বুধবার প্রচারে মেদিনীপুর শহরের পুরসভার বিভিন্ন ওয়ার্ডে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে এলেন বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কোথাও পদযাত্রা কোথাও বা প্রার্থীকে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়ি করে প্রচার করছেন সাংসদ তথা সর্ব ভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত গতকাল খড়্গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে আসেন শুভেন্দু অধিকারী। হিরণের প্রচারে দিলীপ ঘোষ যাবেন কিনা সে প্রশ্ন করা হলে কার্যত সুকৌশলে এড়িয়ে যান তিনি। দিলীপ ঘোষ বলেন, “আমি কোন ব্যক্তির হয়ে নয় বরং দলের হয়ে প্রচার করতে এসেছি। দলীয় প্রার্থীদের জন্যই আমার একমাত্র লক্ষ্য।”