জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

ডক্টরেট সম্মান পেলন আই এম বিজয়ন

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এবার ডক্টরেট পুরস্কার পেলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার আই এম বিজয়ন। Northern state medical university. Arkhngelsk, Russia. থেকে ভারতীয় ফুটবলের কালো হরিণকে পুরস্কৃত করা হয় তাকে। গত ১০জুন বিজয়ন এই পুরস্কার পান। ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত হন তিনি। এদিন সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই ফুটবল প্রেমীরা বিজয়নকে অভিনন্দন বার্তা দিয়ে ভাসিয়ে দেন। গত এপ্রিল মাসে বিজয়নের ৫৩ বছরের জন্মদিনে চেলসি ক্লাবের পক্ষ থেকে বিজয়নকে শুভেচ্ছা জানানো হয়।কেরালা থেকে উঠে এসে ভারতীয় ফুটবলে দাপটের সঙ্গে খেলেছেন ইনিভালাপ্পিল মানি বিজয়ন। অনেক ফুটবল বিশেষজ্ঞ বাইচুং ভুটিয়ার থেকেও আবার বিজয়নকে এগিয়ে রাখেন। দুই বড় দল ইস্টবেঙ্গল-মোহনবাগানের পাশাপাশি কেরালা এফ সি, জেসিটি, এফ সি কোচিন, কেরালা পুলিশ,চার্চিল ব্রাদার্সের মতো প্রথম সারির টিমের হয়ে দাপিয়ে খেলেছেন বিজয়ন। দেশের হয়ে SAFF কাপে মাঠে নেমে চ্যাম্পিয়নও করান। অর্জুন পুরস্কার ছাড়াও পেয়েছেন পদ্মশ্রীও। ১৯৯১ থেকে ২০০৩ তেরো বছরের কেরিয়ারে দেশের জার্সিতে ৮৮ ম্যাচে ৩৯ গোল করেছেন। ১৯৯৯ সালে SAFF কাপে ভুটানের বিরুদ্ধে ১২ সেকেণ্ডে করা গোলটি এখনও জ্বলন্ত ইতিহাস। কলকাতা ডার্বিতে দুই প্রধানের হয়েই নিজের জাত চিনিয়ে গেছেন। আর তাই খেলা থেকে অবসর নেওয়ার পরও ফুটবল থেকে দূরে সরতে পারেননি, তরুণ খেলোয়াড়দের জন্য আকাডেমি চালান বিজয়ন। এছাড়া সিনেমাতেও অভিনয় করেন সাফল্যের সঙ্গে। পুলিশ হিসেবে লকডাউনের সময় তাঁর ডিউটি, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। কলকাতার বাইরে থাকলেও তার প্রিয় শহরকে ভুলে যাননি। শুধু যে বাংলা বলতে পারেন তাই না সুযোগ পেলেই কলকাতায় চলে আসেন। শেষবার প্রয়াত সুভাষ ভৌমিকের স্মরণসভায় এসে জানান, “কলকাতার দুই ক্লাব আমাকে প্রতিষ্ঠা দিয়েছে আমি ঋণী থাকব চিরকাল।সুভাষ’দা না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম না। আমি কলকাতা ফুটবলকে এখনও মিস করি। এখানকার ডার্বি উত্তেজনা ভোলার নয়।”