জুলাই 1, 2024
Latest:
ক্রীড়া

অধিনায়ক ও কোচের আস্থার মর্যাদা দিলাম, ম্যাচ জিতিয়ে বললেন পাওয়েল

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

কলকাতা নাইট রাইডার্সকে হারালো দিল্লি ক্যাপিটালস। আর দিল্লিকে জেতানোর অন্যতম কারিগর পাওয়েল।কলকাতার দেওয়া ১৪৭ রানের লক্ষ্য, ১০ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় দিল্লি। যদিও কাজটা সহজ ছিল না। প্রথমেই তিন উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল দিল্লি । ক্যারিবিয়ান পাওয়েল করেন ১৬ বলে অপরাজিত ৩৩ রান রান । আর জয় পায় ঋষভ পন্থরা। ম্যাচ শেষে পাওয়েল জানালেন, “বোলাররা আমাদের কাজ সহজ করে দেয় । সিঙ্গেল নিয়ে খেলে গেলেই জেতা এছাড়া বাউন্ডারি মারার বল তো পাবই। আমি ভাল খেলেছি। কেকেআর ওরা আমাদের দ্রুত আউট করতে নিজেদের সেরা বোলারদের আগে বল করিয়ে ফেলছিল। জানতাম আউট না হলে পরের দিকে পার্ট টাইম বোলাররা আসবেন। সেই সময় নিই। শুরুটা আমাদের ভাল হয়নি ঠিক, তবে আমি ফর্মেই ছিলাম। নিজের ওপর আস্থা হারাইনি । দলের অধিনায়ক, কোচ আমার পাশে এসে জানান যে আমি সবকয়টি ম্যাচ খেলব, তাই নিজের ক্রিকেটটা যেন উপভোগ করি। শুরুটা ভাল না হলেও, আমি যা পরিশ্রম করেছি, তার উপর আমার ভরসা আছে ।”
এদিন কেকেআর ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। সৌজন্যে আবার তাঁদের প্রাক্তন স্পিনার কুলদীপ যাদব। শ্রেয়াস আইয়ার ও নীতীশ রানা ছাড়া প্রত্যেককেই নড়বড়ে দেখিয়েছে। ওপেন করতে নেমেছিলেন ভেঙ্কটেশ আইয়ার ও অ্যারন ফিঞ্চের জুটি।শ্রেয়াস আইয়ার (৩৭ বলে ৪২) সেখান থেকে ইনিংস নির্মাণের চেষ্টা করলেও কুলদীপের থেকে কেউই ত্রাণ পাননি আজ। বটম এজ লেগে কিপারের হাতে ক্যাচ দিয়ে শ্রেয়াস আউট হওয়ার ওভারেই আন্দ্রে রাসেল কোন রান না করে কুলদীপের বলে স্টাম্প আউট হন। শেষের দিকে নীতীশ রানা (৩৪ বলে ৫৭) ও রিঙ্কু সিং (১৬ বলে ২৩) শার্দূল ঠাকুর ও ললিত যাদবের খারাপ বোলিংয়ের ফায়দা নিলেও ১৪৬ রানের বেশী করা সম্ভব হয়নি নাইটদের পক্ষে।

দিল্লি জিতলেও আইপিএলে দিশেহারা কলকাতা মেগা আইপিএলে প্রথম চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতে ভালভাবেই এগোনো শুরু করেছিল শ্রেয়াস আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই নাইট রাইডার্সেরই এখন প্লে অফে পৌঁছনোর রাস্তা কঠিন হয়ে গিয়েছে। যার প্রধান কারণ হিসাবে প্রক্তন থেকে বিশেষজ্ঞরা প্রত্যেকেই কলকাতা নাইট রাইডার্সের সঠিক টিম কম্বিনেশন গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন। ৯টি ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স তাদের ওপেনিং কম্বিনেশন পাকাপাকি করতে পারেনি।

আরও পড়ুনঃ বিদায়ের মুখে কলকাতা – NF Bangla Private Limited (newsfrontbangla.com)