জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

বাংলা নিজেদের খেলা খেললে আমাদের চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণ নেইঃ রঞ্জন ভট্টাচাৰ্য্য

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

শনিবার কেরালাতে সন্তোষ ট্রফির মূলপর্বের অভিযান শুরু করবে বাংলা দল। প্রতিপক্ষ পঞ্জাব। সকাল সাড়ে আটটায় ম্যাচ। কেরালার তীব্র গরম মাথা ব্যথার কারণ নয় কোচ রঞ্জন ভট্টাচাৰ্য্যের। এদিন বাংলার কোচ জানালেন,” আমরাও যে পরিবেশে খেলবো প্রতিপক্ষ দলও সেই পরিবেশেই খেলবে। সেই কারণে আমি এইসব জিনিস নিয়ে ভাবছি না।” প্রতিপক্ষ পঞ্জাবকে নিয়ে রঞ্জন জানালেন,” অচেনা দল হলেও আমি ওদের খেলা দেখেছি । এমন কিছু শক্ত নয়। বাংলা নিজেদের খেলা খেললে আমাদের চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণই নেই।” দলের স্টাইকার লাইনের সমস্যা নিয়ে বাংলার কোচের বক্তব্য, “হ্যাঁ আমাদের সমস্যা আছে এই জায়গায় আমরা আরও ভালো করার চেষ্টা করছি। ছেলেদের বারবার বুঝিয়েছি গোলের মুখ খোলার রাস্তা। এবার বাকিটা ওদের ব্যাপার মাঠে নেমে কোচ খেলবে না ফুটবলাররা খেলবে । আশা করছি ফল ভালো হবে। নিজেদের ঘর গুছিয়ে তারপরে আমরা আট্যাকের জন্য ঝাঁপাবো।” দলে চোট আঘাতের কোনো সম্ভবনা নেই সেরা একাদশ দলই মাঠে নামবে।
এদিকে বাংলা দলকে তাতাতে পয়লা বৈশাখের দিন বিকালে কেরালার উদ্দেশ্যে রওনা দিলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়।
তিনি জানালেন,”আইএফএ সমস্ত রকমভাবে প্লেয়ারদের সুযোগ সুবিধা দিয়েছে । বাংলা কিন্তু প্রত্যেক টুর্নামেন্টে ভালো খেলেছে। আবার এটাও বলবো যে এখন ভারতীয় ফুটবল আর দুই একটা রাজ্যের মধ্যে বেঁধে নেই। তাই জমজমাট লড়াই দেখা যাবে। বাংলা দলের প্রস্তুতি ভালো হয়েছে আশা করছি রেজাল্টও ভালো হবে।”
দশটি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। লিগ পর্বে প্রতিদিন দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।