জুলাই 5, 2024
Latest:
রাজ্য

সিবিআই তদন্ত হলে সরকার নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেঃ দিলীপ

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর পুরসভা নির্বাচনে খড়্গপুর শহরের ২৩ নম্বর ওয়ার্ডের পেপার বিক্রেতার স্ত্রী পিংকি পাত্র কে নিয়ে সকাল-সকাল এলাকাজুড়ে প্রচার করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমি শুনেছি মদন মিত্র বলেছে বাইরে থেকে লোক নিয়েছে রানিং করিয়ে ভোট করবে, আমি দেখব বাইরে থেকে লোক নিয়ে কিভাবে তারা ফেরত যায় ৷ পাশাপাশি তিনি আরও বলেন মানুষ বিধানসভা ভোটের সময় আমাদের সঙ্গে ছিলেন এবং লোকসভা ভোটের সময় আমাদের সঙ্গে ছিলেন আগামী পুরসভার ভোটে মানুষ আমাদের সঙ্গেই থাকবেন ৷ খড়্গপুরে কোন হিংসা চলবে না, পাশাপাশি আনিসের মৃত্যু নিয়ে তিনি বলেন সবাই চাইছেন সিবিআই তদন্ত হোক, সরকার চাক তার মধ্যে কোন পাপ নেই সরকারের কোনো হাত নেই এই চক্রান্তে তাহলে সিবিআই তদন্ত চাওয়াই উচিত ৷ তাহলে তারা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না হলে এটা বুঝে নিতে হবে যে টিএমসি পার্টি সরকার এই কাণ্ড ঘটিয়েছে ।

আরও পড়ুনঃ জোর দেখাতে কাঁচা বাঁশ!ক্ষীরপাইয়ে প্রচারে দিলীপ উবাচ