অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
আইপিএলে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালের দল রাজস্থান রয়্যালস প্রায় পৌঁছে গেছে প্লে-অফের পথে । চাহালের পারফরমেন্সও খুব ভালো হচ্ছে টুর্নামেন্টে। আর সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বেশ অ্যাকটিভ আর মজার কথা বলতে দেখা যায় তাকে। এবার একটা মজার কথা সোশ্যাল মিডিয়ায় বলে দিলেন তিনি। এদিন তিনি একটা ভিডিও ইন্টারভিউ তে বলেন, ‘আমি ব্যাটিংয়ে ওপেনের সুযোগ পেলে একটা আইপিএলে বিরাট কোহলির ৯৭৩ রানের সর্বোচ্চ রেকর্ড ভেঙে দেব। কারণ আমি দশটা ম্যাচে একশো রান করে করবো।’ প্রসঙ্গত বিরাট কোহলি ২০১৬ আরসিবির হয়ে আইপিএলে সর্বোচ্চ ৯৭৩ রান করেন। চাহালও সেই দলে ছিলেন। চাহাল কোহলির খুব প্ৰিয় ক্রিকেটারও বটে। কিন্তু এবার চাহালকে দলে রাখেনি আরসিবি। রাজস্থান রয়্যালস দলের হয়ে বল হাতে নিজেকে প্রমাণ করছেন এই স্পিনার। এছাড়া কিছুদিন আগে তাঁর দল রাজস্থানের ওপেনার জস বাটলারের সঙ্গে ওপেন করার ইচ্ছাও প্রকাশ করেন মজার ছলে। রবিবার লখনউ সুপার জায়ান্টসকে ২৪ রানে হারিয়ে পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজস্থান রয়্যালস। দল জিতলেও লখনউয়ের বিরুদ্ধে নিজের পারফর্মেন্স নিয়ে খুশি নন যুজবেন্দ্র চাহাল। চলতি আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি চাহাল গতকাল দীপক হুডার গুরুত্বপূর্ণ উইকেট দখল করলেও চার ওভারে ৪২ রান খরচ করেছিলেন।
২০২২ আইপিএলে যুজবেন্দ্র চাহাল দুরন্ত ছন্দে রয়েছেন। রাজস্থান রয়্যালসের হয়ে খেলা ১৩টি ম্যাচে চাহালের শিকার ২৪ উইকেট। চলতি সংস্করণের সর্বোচ্চ উইকেটশিকারিদের দৌড়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসারাঙ্গাকে পিছনে ফেললেও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নিজের পারফর্মেন্স নিয়ে খুশি নন চাহাল।
ম্যাচ শেষে দেওয়া সাক্ষাৎকারে যুজবেন্দ্র চাহাল বলেন – “প্রথম দুইয়ে শেষ করবার জন্যে এই ম্যাচে জয়টা আমাদের কাছে ভীষণ জরুরী ছিল। নিজের পারফর্মেন্স নিয়ে খুশি নই। তবে আশা করছি পরবর্তী ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটাতে পারব। হুডা দুর্দান্ত ব্যাটিং করছিল। লেগের বাউন্ডারি ছোট থাকায় ঝুঁকি নিতে চাইনি। আমি বলের গতি বাড়ানোর চেষ্টা করেছিলাম।”