এনএফবি, হুগলিঃ
তৃণমূলের ‘কালার ফুল’ মদন মিত্র নিজেকে চুনোপুঁটি এমএলএ বলে অভিহিত করলেন। বৃহস্পতিবার কামারহাটি থানার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক মদন মিত্র। এ দিন বিধায়ক মদন মিত্রকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এবং মুখ্য সচিব পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি একথা বলেন।
সংবাদিকদের প্রশ্নের উত্তরে মদন বলেন,”আমার মুখ ও পাত্র কোনটাই নেই, আমি এক চুনোপুঁটি এমএলএ, এইসব হাইপ্রোফাইল লোকেদের বিষয়ে বলতে গেলে আমি বেচারা না খেয়ে মরবো।“ এ প্রসঙ্গে তিনি আরও বলেন,” আমাকে কিছু মন্তব্যের কারণে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি শো-কজ করেছিল। আমি তিন পাতার চিঠিতে জবাব দিয়েছি। তাই দলে থাকলে দলের নিয়ম পালন করতে হবে। বাবার টাকায় খাবো, এমএল হবো, আর বাবার কথা শুনবো না তাই কখনও হয়? কুনাল যা বলেছে তা হয়তো পার্টির মধ্যে কথা বলেই বলেছে।“
পাশপাশি এ দিন থানার উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের সামনেই এলাকার দুষ্কৃতীদের হুঁশিয়ারি দেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, “এলাকায় কোনও অপরাধমূলক কাজকর্ম বরদাস্ত করা হবে না। যেসব দুষ্কৃতীরা গন্ডোগোল পাকানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।“