জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

দেরি হলে লাল হলুদ থেকে হাতছাড়া হতে পারে ইভানও

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

কয়েকদিনের মধ্যে সই না করানো হলে দল ছাড়তে পারেন বলে জানিয়ে দিলেন স্প্যানিশ রক্ষণভাগের খেলোয়াড় ইভান গঞ্জালেজ ও মোবাশির রহমান। কারণ ট্রান্সফার উইন্ডো প্রায় একমাস হল খুলে গিয়েছে। অন্যান্য দলগুলো নিজেদের গুছিয়ে নিচ্ছে এবং ইস্টবেঙ্গলের বহু ভারতীয় ফুটবলার আইএসএল এর অন্যান্য ক্লাবে ইতিমধ্যে পা রেখে ফেলেছে। ফলে ইস্টবেঙ্গল যাদের সঙ্গে প্রি-কন্ট্রাক্ট করেছিল সেই সকল ফুটবলাররাও এবার নিশ্চয়তা চাইছে। না হলে তাঁদের হাতে আর অন্য রাস্তা থাকবে না।

এই তালিকায় বিদেশিদের মধ্যে অন্যতম নাম হল ইভান গঞ্জালেস। ইভানকে মরশুমের শুরুতে ইস্টবেঙ্গল প্রি-কন্ট্রাক্টে সই করিয়েছিল। ইভান গত মরশুমে ১৭টি ম্যাচে ১ গোল করে এফসি গোয়ার নির্ভরযোগ্য ডিফেন্ডার হয়েছিলেন। রক্ষণভাগে তাঁর দক্ষতা দেখেই তাঁকে দলে নিতে চেয়েছিলেন লাল-হলুদ কর্তারা। এখনও পর্যন্ত ৩২ বছর বয়সী এই স্প্যানিশ রক্ষণভাগের ফুটবলারের কাছে একাধিক আইএসএল ক্লাবের অফার রয়েছে। কিন্তু ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের চূড়ান্ত সইয়ের দিকে তাকিয়ে রয়েছেন ইভান নিজেও। ব্যাপারটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে কয়েক দিনের মধ্যে সই না হলে ইভানের ইস্টবেঙ্গলে থাকার সিদ্ধান্ত হীরার মতোই পরিবর্তন হয়ে যেতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।

শুধুই ইভানই নয়, মোবাশির রহমানও একই রকম সিদ্ধান্ত নিতে পারে বলে সূত্র মারফত জানা গেছে। এপ্রিলের শেষের দিকে জামশেদপুর এফসির এই প্রতিশ্রুতিবান ফুটবলারকে প্রি-কনট্র্যাক্টে সই করিয়েছিল লাল-হলুদ কর্তারা।

বছর চব্বিশের মোবাশির উইং ছাড়াও মাঝমাঠে খেলতে অভ্যস্ত। এক কথায় তিনি ইউটিলিটি ফুটবলার। ইতিমধ্যে মাঝমাঠে বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে নিশ্চিত করে ফেলেছে লাল-হলুদ শিবির। এবার সেই তালিকায় যুক্ত রয়েছেন টাটা অ্যাকাডেমির এই ছাত্র। মোবাশির জামশেদপুর এফসির হয়েছে খেলেছেন বহু ম্যাচ। শিল্ড জয়ী দলের অন্যতম সদস্য তিনি। গত মরশুমে আইএসএল-এ খেলেছিলেন ১৩টি ম্যাচ।বুধবার চুক্তি নিয়ে ইমামি গোষ্ঠীর কর্তারা আলোচনায় বসেন লাল-হলুদ কর্তাদের সঙ্গে। বৈঠকে খসড়া চুক্তি নিয়ে দু’পক্ষের ইতিবাচক আলোচনা হয়েছে।

চুক্তির অধিকাংশ মূল বিষয়গুলি নিয়েই ইমামি গোষ্ঠী এবং ইস্টবেঙ্গল ক্লাব সহমত হয়েছে। বাকি বিষয়গুলি নিয়ে আলোচনার জন্যই বুধবার বৈঠকে বসে দু’পক্ষ। উভয় তরফের আইনজীবীরাও উপস্থিত ছিলেন বৈঠকে। যে বিষয়গুলি নিয়ে ক্লাব কর্তাদের সঙ্গে ইমামি গোষ্ঠীর মতপার্থক্য রয়েছে, সেই বিষয়গুলি নিয়ে সদর্থক আলোচনা হয়েছে। দু’পক্ষের আইনজীবীরা এ বার চূড়ান্ত চুক্তিপত্রের কাজ শুরু করবেন।