অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
আইএফএর হাত ধরে ফের ঘুরে দাঁড়াতে চলেছে জেলা ফুটবল। আগামী ১৬ই ডিসেম্বর থেকে ২৯শে ডিসেম্বর কৃষ্ণনগর স্টেডিয়ামে শুরু হচ্ছে সিনিয়র জেলা ফুটবল লিগ আইএফএর প্রাক্তন সহ সচিব প্রয়াত জয়ন্ত চট্টোপাধ্যায়ের নামে। কৃষ্ণনগর ছাড়াও চাকদহ স্টেডিয়ামে হবে ম্যাচ গুলো। এই প্রতিযোগিতায় অংশ নেবে মোট ২২ টা জেলা ক্রীড়া সংস্থা। এদিন নিউটাউনের এক পাঁচতারা হোটেলে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। যেখানে উপস্থিত ছিলেন আইএফএ কর্তারা। এছাড়াও ছিলেন বিধায়ক তথা কলকাতা পৌরসভা ভোটের প্রার্থী দেবাশিস কুমার। সকলে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের ভূমিকার প্রশংসা করেন। আইএফএ সচিব জানান,”নানা বাধা সত্ত্বেও বাংলার ফুটবল কিন্তু থেমে নেই। আমাদের সারা বছর ফুটবল চলছে। এই শিল্ড শেষ হলেই জেলা লিগ শুরু করবো। গোটা বাংলায় ফুটবল ছড়াবে। বাংলার ফুটবল যে এগোচ্ছে তার প্রমান কলকাতা লিগে আমরা এত নতুন প্রতিভা দেখলাম। আইএসএলে খেলছে অনেক বাঙালি ছেলে নতুন উইনডোতে আরো বাঙালি ফুটবলার আইএসএলে দল পাবে।” এছাড়া আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত এদিন ঘোষণা করেন সব জেলা দের প্রত্যেক বছর জেলা লিগ করতে হবে নাহলে তাঁদের রেজিস্ট্রশন বাতিল হবে। এদিন আইএফএ শিল্ড খেলা প্রত্যেক দলের উপস্থিত কর্তাদের অভিনন্দন জানানো হয়। একইসঙ্গে আগামী বুধবারে আইএফএ শিল্ড ফাইনালে খেলাতে যাওয়া রিয়াল কাশ্মীর ও শ্রীরেন্ডি ডেকান দলের দুই বিদেশী কোচ কে অভিনন্দন জানানো হয়।