সফলভাবে পালিত আইএফএ’র ফুটবল প্রেমী দিবস

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

১৬ আগস্ট, ১৯৮০ সাল। এই দিনেই ইডেনে অনুষ্ঠিত মোহনবাগান-ইস্টবেঙ্গল ম‍্যাচে ঘটেছিল সেই ভয়ঙ্কর ঘটনা। খেলা দেখতে এসে মৃত‍্যু হয়েছিল ১৬ জন ফুটবল প্রেমীর। তার পর থেকে প্রতি বছর এই দিনটাতে পালিত হয় ‘ফুটবল প্রেমী দিবস’।প্রতি বছরের ন্যায় এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আইএফএ’র সৌজন্যে সংগঠিত হল ফুটবল প্রেমী দিবস। রক্তদানের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ দিন পালন করল আইএফএ। রক্তদাতাদের প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র’র সই করা শংসাপত্র দেওয়া হয়। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এদিন উপস্থিত ছিলেন৷ ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী মনোজ তিওয়ারি থেকে শুরু করে বিওএ (BOA) এর সভাপতি স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়, তিন প্রধানের কর্তারা দেবাশিষ দত্ত, দেবব্রত সরকার, মহঃ কামারউদ্দিন সহ প্রচুর প্রাক্তন ফুটবলার উপস্থিত হয়েছিলেন। আইএফএ সচিব অনির্বাণ দত্ত নিজেও রক্তদান করেন। এই দিনে যারা রক্ত দেন তাঁদের ভারতের কোনও প্রাক্তন ফুটবলারের স্বাক্ষরিত শংসাপত্র দেওয়া হয়। এই বছর ভারতের প্রখ‍্যাত প্রাক্তন ফুটবলার অমিত ভদ্রর সই করা শংসাপত্র দেওয়া হয়।

অমিত ভদ্র অনুষ্ঠানে এসে বলেন,”অতীতে এই দিনে রক্তদাতাদের ভারতের কিংবদন্তি ফুটবলারদের সই করা শংসাপত্র দেওয়া হয়েছে। এই বছর আইএফএ আমাকে নির্বাচন করেছেন তার জন‍্য আমি সম্মানিত। এই দিনটা ক্রীড়াপ্রেমীদের কাছে কালো দিন, দুঃখের দিন। ভবিষ্যতে মাঠে বা মাঠের বাইরে এমন ঘটনা যেন না ঘটে।”