জুলাই 5, 2024
Latest:
জেলালেটেস্ট

জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার বেআইনী আগ্নেয়াস্ত্র, বোমা

এনএফবি, মুর্শিদাবাদঃ

রামপুরহাট কাণ্ডের পর মুখ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে যান ৷ সেখানে পুলিশ আধিকারিকদের নির্দেশ দেন বেআইনি অস্ত্র উদ্ধারের। সেই নির্দেশ অনুযায়ী শুক্রবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন থানা এলাকার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানায় বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালানো হয় । রবিবার সকাল থেকে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং বোমা ।

গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রানীনগরের হারুডাঙ্গা এলাকায় শনিবার রাতে তল্লাশি চালায় রানীনগর থানার পুলিশ। তল্লাশি চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় তিনটি মাস্কেট, একটি ওয়ান শাটার পাইপ গান, দুটি পৃথক আগ্নেয়াস্ত্রের চার রাউন্ড গুলি। ঐ ঘটনায় গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানাযায়, ধৃতের নাম প্রতাপ মন্ডল। তার বাড়ি রানীনগরের হারুডাঙ্গা এলাকাতেই। রবিবার ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ আদালতে তোলা হয়। পাশাপাশি শনিবার রাতেই গোপন সূত্রে খবর পেয়ে রানীনগরের নাজরানা এলাকার মাঠে কলাবাগান থেকে একটি সন্দেহভাজন ব্যাগ থেকে ১০ টি তাজা সকেট বোমা উদ্ধার করে রানীনগর থানার পুলিশ। কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে কারণে ওই বোমাগুলো পুলিশ ঘিরে পাহারায় রাখা হয়। খবর দেওয়া হয় বোম ডিজপোজাল টিমকে। তবে মাঠের মধ্যে বোমাগুলে কে বা কারা রেখেছে তার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ ৷

হরিহর পাড়া থানা ৷ নিজস্ব চিত্র

অপর দিকে গোপন সূত্রে খবরের ভিত্তিতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার স্বরূপপুর কৌতলা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃত ওই যুবকের নাম মরজেম আলী বিশ্বাস (২৮) ৷ তার বাড়ি স্বরূপপুর মধ্যপাড়া এলাকায় ৷ ধৃত ওই যুবকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ টি অনসাটার পিস্তল ও ১ রাউন্ড গুলি। ধৃত ব্যক্তিকে রবিবার জেলা আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিল ঐ যুবক তার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।

নিজস্ব চিত্র

এদিন, রেজিনগর থানার একডালা মধুপুর গ্রামের রাস্তার ধারে মাঠের মধ্যে থেকে ৩ ড্রাম সকেট বোমা উদ্ধার করে রেজিনগর থানার পুলিশ। বোমাগুলি কে বা কারা ঐ মাঠে রেখেছিল তা জানা যায় নি। তবে বোমাগুলোকে ঘিরে পুলিশ মোতায়ন রয়েছে। পুলিশ সূত্রে জানাগেছে বোম ডিসপোজাল টিমকে কে খবর দেওয়া হয়েছে ৷ তারা এসে বোমা গুলো নিস্ক্রিয় করবে বলে জানা গেছে ৷